ঢাকা, বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
Logo
logo

পর্তুগালে নিজ বাড়ির জন্য বাবুর্চি খুঁজছেন রোনালদো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৩, ০৫:০১ পিএম

পর্তুগালে নিজ বাড়ির জন্য বাবুর্চি খুঁজছেন রোনালদো

 পর্তুগালে নিজ বাড়ির জন্য বাবুর্চি খুঁজছেন রোনালদো

নিজ বাড়ির জন্য একজন বাবুর্চি (রাঁধুনী) প্রয়োজন ক্রিশ্চিয়ানো রোনালদোর। তনি নিজেই খুঁজে বেড়াচ্ছেন দক্ষ বাবুর্চি। বাংলাদেশি মূদ্রায় ৬ লাখ টাকা বেতন দেবেন। যদিও পছন্দ মতো বাবুর্চি পাচ্ছেন না পর্তুগালের এই ফুটবলার। বেশ কয়েকজন দক্ষ রাঁধুনীর সঙ্গে কথা হলেও কাউকেই পছন্দ হয়নি তার।

ফুটবল খেলা ছেড়ে দিলে পর্তুগালে থিতু হবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তাই দেশটিতে আলিসান বাড়ি বানাচ্ছেন তিনি। ‘ফরেভার হোম’ নামের নির্মাণাধীন এই বাড়িটির কাজ শেষ হবে চলতি বছরের জুনে। এরইমধ্যে বাড়িটির জন্য স্টাফ নিয়োগের কাজ শুরু করেছেন রোনালদো। ৫ সন্তানসহ নিজের ও পরিবারের বাকি সদস্যদের জন্য খাবার প্রস্তুত করতে ওই বাড়ির জন্য ভালো রাঁধুনীর খোঁজ করছেন সিআরসেভেন। আপাতত সৌদি আরবের রিয়াদের একটি বিলাসবহুল হোটেলে পরিবার নিয়ে থাকছেন রোনালদো।

এনবিএস/ওডে/সি