ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জাকির ও হাসান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৩, ০৬:০১ পিএম

প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জাকির ও হাসান

 প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জাকির ও হাসান

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি মেয়াদ থাকবে। তিন সংস্করণ মিলিয়ে মোট ২১ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় রেখেছে বিসিবি।

টেস্টের চুক্তিতে এবার রাখা হয়েছে ১৩ ক্রিকেটারকে। গতবার এই চুক্তিতে ছিলেন ১৪ জন। ওয়ানডের চুক্তিতে আছেন ১০ জন এবং টি-টোয়েন্টির চুক্তিতে আছেন ১৩ ক্রিকেটার। পেসার হাসানকে টি-টোয়েন্টি ও জাকিরকে টেস্টের চুক্তিতে রাখা হয়েছে।

এবার চার ক্রিকেটারকে তিন সংস্করণের চুক্তিতেই রাখা হয়েছে লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। গতবার তিন সংস্করণের চুক্তিতে ছিলেন পাঁচ ক্রিকেটার। সেখান থেকে এবারও জায়গা ধরে রেখেছেন শুধু লিটন, সাকিব ও তাসকিন। শরীফুল ইসলাম ও মুশফিকুর রহিমকে বাদ দিয়ে যোগ করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

মুশফিক এবার বোর্ডের টেস্ট ও ওয়ানডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন। তামিম ইকবালকেও এ দুটি সংস্করণের চুক্তিতে রাখা হয়েছে। নুরুল হাসান ও নাজমুল হোসেন আছেন টেস্টের চুক্তিতে। শুধু ওয়ানডের চুক্তিতে আছেন মাহমুদউল্লাহ। শরীফুল আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে।

এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান, মোহাম্মদ নাঈম, সাদমান ইসলাম ও ইয়াসির আলী। হাসান মাহমুদ ও জাকির হাসান এবারই প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন।

কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন পেসার খালেদ আহমেদ ও মোসাদ্দেক হোসেন। খালেদকে ফেরানো হয়েছে টেস্টের চুক্তিতে আর মোসাদ্দেক ফিরেছেন টি-টোয়েন্টির চুক্তিতে।

এনবিএস/ওডে/সি