ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Logo
logo

কুমিল্লার বিপক্ষে মাঠে নামছে ঢাকা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৩, ০৪:০১ পিএম

কুমিল্লার বিপক্ষে মাঠে নামছে ঢাকা

 কুমিল্লার বিপক্ষে মাঠে নামছে ঢাকা

সোমবার ২৩ জানুয়ারি বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডমিনেটর্স। টানা হারের বৃত্তে ঘুরতে থাকা ঢাকার লক্ষ্য, কুমিল্লাকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা বাঁচিয়ে রাখা। অন্যদিকে, কুমিল্লা চায় দলগত পারফরম্যান্স বজায় রাখা। মিরপুরের হোম অব ক্রিকেটে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

বিপিএলে দুর্দান্ত এক সময় পার করছে নাসির হোসেন। এখন পর্যন্ত টুর্নামেন্ট সেরার লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে আছেন এই অলরাউন্ডার। তবে নাসিরের ঠিক বিপরীত চিত্রটা ঢাকা ডমিনেটরসের। জয় দিয়ে শুরুর পর, টানা ৫ হারে পয়েন্ট টেবিলের শেষে তার দলের।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় না পেলে, টুর্নামেন্টে টিকে থাকাটাই কঠিন হয়ে দাঁড়াবে ঢাকার। তবে ইমরুল কায়েসদের বিপক্ষে, জয় পাওয়াটা কঠিনই হবে ঢাকার জন্য। টানা ৩ জয়ে টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা।

পেস বোলিং ইউনিটে শক্তি বাড়াতে, নতুন করে আনা হয়েছে নাসিম শাহকে। পাক পেসারের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে বলে মনে করছেন মোহাম্মদ রিজওয়ান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলেন, আমরা পাকিস্তানের একই শহরে বড় হয়ে উঠেছি। পাকিস্তান দলেও নাসিমের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। দলে তার অন্তর্ভুক্তিটা আরো শক্তি বাড়াবে এবং আশা করছি, আমি এবং নাসিম দুজনই ভালো খেলে কুমিল্লার জয়ে অবদান রাখতে পারব।

টানা তিন হার দিয়ে শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা। চট্টগ্রাম পর্বে টানা তিন জয় তুলে, পয়েন্ট টেবিলেও ওপরের দিকে উঠে এসেছে দলটি। সে ধারাবাহিকতা ধরে রেখেই, ঢাকাকে হারানোর লক্ষ্য তাদের। চোট কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন, কাটার মাস্টার মুস্তাফিজ।

এনবিএস/ওডে/সি