ঢাকা, মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯
Logo
logo

মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শেখ আদেলের সঙ্গে হাস্যোজ্জ্বল মেসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৩, ১২:০১ পিএম

মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শেখ আদেলের সঙ্গে হাস্যোজ্জ্বল মেসি

 মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শেখ আদেলের সঙ্গে হাস্যোজ্জ্বল মেসি

 মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শেখ আদেল আল কালবানির সঙ্গে হাস্যোজ্জ্বল লিওনেল মেসির ছবি এখন সামাজিক যোগামাধ্যমে রীতিমতো ভাইরাল। মেসি ছাড়াও পিএসজির আরেক তারকা আশরাফ হাকিমিকেও দেখা গেছে আল কালবানির সঙ্গে।

প্রীতি ম্যাচ খেলতে দিন কয়েক আগে সৌদি আরবে গিয়েছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবল তারকা। ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন সৌদি অলস্টারের সঙ্গে গোলবন্যার ম্যাচটিতে শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জয় পায় মেসি-নেইমারদের পিএসজি।

এদিকে, ম্যাচটির পর গ্র্যান্ড মসজিদের সাবেক ইমামের সঙ্গে মেসি ও আশরাফ হাকিমির ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে খোঁজ নিয়ে দেখা গেছে, দুই বিশ্ব ফুটবল তারকার সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন খোদ সাবেক ইমাম শেখ আদেল আল কালবানি। ছবি দুটো টুইট করে ক্যাপশনে লিখেছেন, মেসি ও আশরাফ হাকিমির সঙ্গে।

এনবিএস/ওডে/সি