ঢাকা, মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯
Logo
logo

পিএসজির ৭-০ গোলে জয়, এমবাপ্পের ৫ গোল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৩, ০৫:০১ পিএম

পিএসজির ৭-০ গোলে জয়, এমবাপ্পের ৫ গোল

 পিএসজির ৭-০ গোলে জয়, এমবাপ্পের ৫ গোল

এ যেনো দুর্বলের উপর সবলের অতাচার। নব্বই মিনিটই প্রতিপক্ষ পি দে কেসেলকে মাঠজুড়ে ঘুরপাক খাওয়ালো পিএসজি। একপেশে আক্রমণে তারা প্রতিপক্ষকে হারালো ৭-০ গোলে।এ ম্যাচে কিলিয়ান এমবাপ্পে একাই করেছেন ৫ গোল।

লিওনেল মেসির ছাড়া খেলতে নামা দলটির অন্য দুটি গোল করেন নেইমার ও কার্লোস সলের। খেলার দশম মিনিটে জালে বল পাঠান এমবাপ্পে। তবে বেজে ওঠে অফসাইডের বাঁশি। পরে গোল হতে অবশ্য খুব বেশি দেরি হয়নি।

প্রথমার্ধেই চারবার জালে বল পাঠিয়ে জয়ের পথে এগিয়ে যায় তারা। বিরতির পরও প্রত্যাশিতভাবেই একচেটিয়া চাপ ধরে রাখে পিএসজি। এ অর্ধে ৩ গোল করে ৭-০ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পিএসজি।

এনবিএস/ওডে/সি