ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

সিরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক প্রতিষ্ঠা ও যৌথ মহড়ার আয়োজন করুন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম

সিরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক প্রতিষ্ঠা ও যৌথ মহড়ার আয়োজন করুন

সিরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক প্রতিষ্ঠা ও যৌথ মহড়ার আয়োজন করুন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি সিরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক প্রতিষ্ঠা ও যৌথ মহড়া আয়োজনের আহ্বান জানিয়েছেন।

১৯৬৭ সালের পর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের শত বাধা এবং হামলার মুখে সিরিয়ার সরকার ফিলিস্তিনি জনগণের প্রতি সম্মুখভাগে থেকে যে সমর্থন দিয়ে আসছে তার প্রশংসা করেন জেনারেল বাকেরি।
তিনি বলেন, সারা বিশ্বের মুসলমান এবং আরবরা ফিলিস্তিন ইস্যুতে সিরিয়ার পাশে দাঁড়াতে বাধ্য। দামেস্ক দীর্ঘদিন ধরে মহৎ কাজ করে আসছে এবং তারা উল্লেখযোগ্য প্রতিরোধ গড়ে তুলেছে।
ইরান সফরত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে গতকাল (সোমবার) রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন জেনারেল বাকেরি। তিনি আরো বলেন, গত কয়েক দশকে ইহুদিবাদী ইসরাইলের অপরাধের সমস্ত মাত্রা ছাড়িয়ে গেছে। তারা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করেছে, এজন্য তাদেরকে বিশ্ববাসীর কাছে জবাবদিহি করতে হবে।
ইরানের সেনাপ্রধান বলেন, যখন ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের ভূখণ্ড একের পর এক দখল করছে এবং প্রতিনিয়ত ফিলিস্তিনি জনগণের রক্তে পবিত্র ভূমি রঞ্জিত হচ্ছে তখন আরব বিশ্বের কোনো কোনো দেশ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রতিযোগিতায় নেমেছে।
এর বিপরীতে দাঁড়িয়ে সিরিয়া সরকার এবং জনগণ ইসরাইলি ষড়যন্ত্র মোকাবেলা করে যাচ্ছেন। তারা তাদের প্রচণ্ড ইচ্ছা শক্তির বলে ইসরাইলি আগ্রাসনের মুখে নিজেদের দেশ রক্ষা করে চলেছেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে