ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

আইএসএফ’ বিধায়ক নওসাদ সিদ্দিকির পাশে দাঁড়ালো অল ইণ্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম

আইএসএফ’ বিধায়ক নওসাদ সিদ্দিকির পাশে দাঁড়ালো অল ইণ্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন

আইএসএফ’ বিধায়ক নওসাদ সিদ্দিকির পাশে দাঁড়ালো অল ইণ্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন

ভারতের পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ‘আইএসএফ’ বিধায়ক নওসাদ সিদ্দিকির পাশে দাঁড়াল অল ইণ্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন ।

বিধায়ক নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে গতকাল (সোমবার)  দিবাগত রাতে ‘অল ইণ্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক পীরজাদা সৈয়েদ রুহুল আমিন বলেন, ‘বিধায়ক নওসাদ সিদ্দিকিকে আটকে দেওয়ার অর্থই হচ্ছে গণতন্ত্রকে হত্যা করার পরিকল্পনা। নওসাদ সিদ্দিকি সাহেবকে অগণতান্ত্রিকভাবে গ্রেফতার করা হয়েছে। ভাঙড়ে আমরা দেখেছি পুলিশের সামনে আইনশৃঙ্খলা নষ্ট হচ্ছে কিন্তু পুলিশ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে।’  

তিনি আরও বলেন, ‘বিধায়ক নওসাদ সিদ্দকি সাহেবকে ফাঁসানোর একটা পরিকল্পনা করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমরা মনে করছি যে রাজ্য সরকার তাঁর কাজকর্মকে ভয় পাচ্ছে, যে কারণে তারা নওসাদ সিদ্দিকিকে আটকে রেখেছে।’ আমরা সব সময় নওসাদ সিদ্দিকি সাহেবের পাশে আছি বলেও  মন্তব্য করেন অল ইণ্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক পীরজাদা সৈয়েদ রুহুল আমিন।      

এদিকে, ‘আইএসএফ’ বিধায়ক ও ফুরফুরা শরীফের পীরজাদা নওসাদ সিদ্দিকিকে গ্রেফতার করে পুলিশ হেফাজতের প্রতিবাদে সোচ্চার হয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদারা। তারা ওই বিষয়ে রাজ্য প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বিধায়ক ও ফুরফুরা শরীফের পীরজাদা নওসাদ সিদ্দিকিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। গতকাল (সোমবার) পীর ইব্রাহিম সিদ্দিকি, পীরজাদা সাহিমউদ্দিন সিদ্দিকি, পীরজাদা কালামুল্লাহ সিদ্দিকি, পীরজাদা সাফেরি সিদ্দিকি, পীরজাদা কাশেম সিদ্দিকিরা সম্মিলিতভাবে বিধায়ক নওসাদ সিদ্দিকির মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। পীরজাদা কাশেম সিদ্দিকি ওই বিষয়ে প্রয়োজনে কোলকাতার রাজপথ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।   

গত (শনিবার) বিকেলে  পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ধর্মতলায় আইএসএফ সমর্থকদের বিক্ষোভ-অবরোধ নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরবর্তীতে পুলিশের বিরুদ্ধে আক্রমণের অভিযোগে আইএসএফ বিধায়ক  নওশাদ সিদ্দিকিসহ ১৯ জন দলীয় নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করে। এদের মধ্যে একজন  নাবালক।  রোববার ১৮ জনকে কোলকাতার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এদেরকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।  

পশ্চিমবঙ্গের ভাঙড়ে আইএসএফ কর্মী-সমর্থকদের উপরে তৃণমূল কর্মীরা হামলা চালিয়েছে অভিযোগ করে শনিবার কোলকাতায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। তাদের দাবি ছিল ভাঙড়ের হামলায় জড়িত তৃণমূলের লোকজনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ওইদিনই আইএসএফের প্রতিষ্ঠা দিবস হওয়ায়  পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কোলকাতায় সভা ছিল আইএসএফের।  অন্যদিকে, তৃণমূলের দাবি- ভাঙড়ে আইএসএফ কর্মীরা তাদের দলীয় অফিস ক্ষতিগ্রস্ত করেছে। সব মিলিয়ে রাজ্যে শাসকদল তৃণমূল ও বিরোধী আইএসএফের মধ্যে রাজনৈতিক উত্তাপের সৃষ্টি হয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে