ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

গাজীপুরে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ব্যবসায়িক সম্মেলন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৩, ০২:০৩ পিএম

গাজীপুরে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ব্যবসায়িক সম্মেলন

গাজীপুরে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ব্যবসায়িক সম্মেলন

বেলুন উড়িয়ে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ‘ব্যবসায়িক সম্মেলন-২০২৩’ উদ্বোধন করছেন অতিথিরা

‘সাফল্যের পথে চলি একসাথে’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় চলছে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ‘ব্যবসায়িক সম্মেলন-২০২৩’। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র হেডকোয়ার্টার্সে দুই দিনের এই সম্মেলনের প্রথম দিনে শনিবার (২৮ জানুয়ারি, ২০২৩) অংশ নিয়েছেন ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের পাঁচ শতাধিক ডিলার বা পরিবেশক। রোববার সম্মেলনের দ্বিতীয় দিন প্রতিষ্ঠানটির আরেক ব্র্যান্ড ‘সেইফ’ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ডিলারগণ অংশ নেবেন।

সম্মেলনে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ব্যবসায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ওয়ালটনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবসায়িক পার্টনারদের মতামত নেবেন এবং তাদেরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন।

সম্মেলন উপলক্ষে শনিবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়্যান্সের ডিলাররা হেডকোয়ার্টার্সে এসে পৌঁছান। তাদের আগমনে ওয়ালটন হেডকোয়ার্টার্স উৎসবমুখর হয়ে ওঠে। সম্মেলন উপলক্ষে তৈরি করা হয় সুবিশাল সম্মেলন কক্ষ। নির্মাণ করা হয় সুদৃশ্য মঞ্চ। বর্ণিল ব্যানার-ফেস্টুনে সাজানো হয় কারখানা প্রাঙ্গন। 

ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ‘ব্যবসায়িক সম্মেলন-২০২৩’ অনুষ্ঠানে আগত অতিথিদের একাংশ

ওয়ালটন হেডকোয়ার্টার্সে এসে প্রথমেই অতিথিরা বিভিন্ন অত্যাধুনিক প্রোডাকশন প্ল্যান্ট পরিদর্শন করেন। তারা ওয়ালটনের বিশ্বমানের এলিভেটর, এলইডি লাইট, সুইস-সকেট, সিলিং ফ্যান, রিচার্জেবল ও টেবিল ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে ঘুরে দেখেন। এরপর মূল মঞ্চে শুরু হয় আলোচনা অনুষ্ঠান।

বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে ব্যবসায়িক সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম।

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত আছেন ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ রায়হান, আর.বি. গ্রুপের সিইও শোয়েব হোসেন নোবেল, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো. লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, মো. আলমগীর আলম সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর কর্নেল (অব.)  শাহাদাত আলম, মো. ইউসুফ আলী, ড. মো. সাখাওয়াৎ হোসেন, মো. ফিরোজ আলম, সোহেল রানা, মো. ইয়াসির আল-ইমরান, এস এম জাহিদ হাসান ও নিজাম উদ্দীন মজুমদার, এক্সিকিউটিভ ডিরেক্টর স্বনামধন্য অভিনেতা আজিজুল হাকিম, জিনাত হাকিম, মোহাম্মদ শাহজাদা সেলিম ও আব্দুল্লাহ আল মামুন, ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের উপদেষ্টা ওমর ফারুকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করছেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান।

ওয়ালটনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রয়ে অসামান্য অবদান রাখায় সম্মেলনে বিভিন্ন অঞ্চলের সেরা ডিলারদের পুরস্কৃত করা হবে। থাকছে র‌্যাফল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।ৎ
রাইজিংবিডি.কম