ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

কষ্টের জয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৩, ০১:০১ পিএম

কষ্টের জয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা

 কষ্টের জয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা

বার্সেলোনার কাছে শক্ত প্রতিপক্ষ ছিলো জিরোনা। তার পরেও এই দলের জিততে প্রচুর ঘাম ঝড়াতে হয়েছে টিম বার্সেলোনাকে। অনেকগুলো গোলের সুযোগ হারিয়ে শেষ পর্যন্ত ভাগ্যের দরজা খুলে একমাত্র গোলে জয় পেয়ে। স্প্যানিশ লা লিগায় পেদ্রির একমাত্র গোলে জিরোনার বিপক্ষে ১-০ জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো কাতালান ক্লাবটি।

এদিন জিরোনার বেশ কয়েকটি গোলের সুবর্ণ সুযোগ বার্সার গোলরক্ষক দারুণভাবে মোকাবিলা করেছেন। খেলার ১৫ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। উসমান ডেম্বেলের একটি শট ঠেকিয়ে দেন জিরোনার গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে বদলি নেমে ৬১ মিনিটে বার্সার করা গোলে ভূমিকা রাখেন জর্ডি আলবা। স্প্যানিশ ডিফেন্ডারের শট ঠেকানোর চেষ্টায় ব্যর্থ হন জিরোনা গোলরক্ষক। ফাঁকায় বল পেয়ে জালে বল পাঠান তরুণ মিডফিল্ডার পেদ্রি।

কিছুক্ষণ পর জিরোনার মার্তিনেস গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর কোনো দলই গোল করতে পারেনি। এ জয়ে ১৮ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে।

এনবিএস/ওডে/সি