ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

পরের ম্যাচ খেলতে পারবেন লিটন: ফিজিও জাহিদুল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:০২ পিএম

পরের ম্যাচ খেলতে পারবেন লিটন: ফিজিও জাহিদুল

 পরের ম্যাচ খেলতে পারবেন লিটন: ফিজিও জাহিদুল

 বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আলো ছড়াচ্ছেন লিটন কুমার দাস। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন তিনি। ভিক্টোরিয়ান্সের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে শফিকুলের করা দ্বিতীয় বল আঘাত হানে লিটনের ডান হাতে। আঘাতপ্রাপ্ত হয়ে উইকেটেই ব্যাট ছেড়ে হাত ধরে বসে পড়েন তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও জাহিদুল ইসলাম এসে ব্যথানাশক স্প্রে করে দেন লিটনের হাতে। কিন্তু তাতে কাজ হয়নি, উল্টো হাত ধরে ব্যথায় ছটফট করতে থাকেন। অবস্থা বেগতিক দেখে তাকে মাঠ থেকে তুলে নেয়া হয়। তবে তিনি এখন শঙ্কামুক্ত, খেলতে পারেন পরের ম্যাচ।

কুমিল্লা ম্যানেজমেন্টের পক্ষ থেকে টিম ফিজিও জাহিদুল ইসলামের বরাত দিয়ে এক বিবৃতিতে লিটনের ইনজুরির আপডেট দেওয়া হয়েছে। তাতে জানানো হয়, শারীরিকভাবে লিটনের পরীক্ষা করা হয়েছে, তার কব্জি এবং হাতের স্ক্যানও সম্পন্ন হয়েছে। সৌভাগ্যবশত তার কব্জির অংশে কোন হাড় ভাঙা বা ফ্র্যাকচার নেই। পরের ম্যাচে তাকে ফিরে পাওয়ার আশা করছি।

এর আগে সংবাদ সম্মেলনে এসে লিটনের আপডেট জানিয়ে ইমরুল কায়েস বলেন, লিটনের স্ক্যান করানো হয়েছিল। হাতে কোনো ফ্র্যাকচার নেই। তবে ব্যথা আছে। মাঝে দুই-তিন দিন বিরতি আছে। আশা করি এর মধ্যেই ঠিক হয়ে যাবে লিটন দাস।

ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ২১১ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় কুমিল্লা। সেঞ্চুরি হাকান জোনাথন চার্লস। ইনিংস শেষে আত্মবিশ্বাসী হলেও লিটন ইনজুরিতে পড়ার পর কিছুটা শঙ্কায় চলে গিয়েছিল কুমিল্লা। তবে জয় পেতে কোনো সমস্যা হয়নি ইমরুল কায়েসদের।

 এনবিএস/ওডে/সি