ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১
Logo
logo

মুক্তভাবে সংবাদ ওয়েবসাইট পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

মুক্তভাবে সংবাদ ওয়েবসাইট পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে

মুক্তভাবে সংবাদ ওয়েবসাইট পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে

বাংলাদেশে সাংবাদিকদের মুক্তভাবে ওয়েবসাইট পরিচালনার সুযোগ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফ্রিংয়ে এ প্রসঙ্গে মন্তব্য করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে অন্য দেশকে আমরা যে আহবান জানাই, বাংলাদেশকেও একই আহবান জানাচ্ছি।

সম্প্রতি বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলসহ লিংক বন্ধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনা করায় এবং সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিশে সংবাদমাধ্যগুলোকে এ চিঠি দেয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে না। কোন বিষয়ে সম্প্রচার করতে হলে তাদেরকে নানারকম বাধার সম্মুখীন হতে হয়। যার কারণে সংবাদমাধ্যমগুলো বর্তমান পরিস্থিতে একমুখী মাধ্যমে পরিণত হচ্ছে। এমন অবস্থার কারণেই বাংলাদেশকে এ আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বাংলাদেশের উদ্দেশ্যে জাতিসংঘ বলেছে, সংবাদমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে হবে। পাশাপাশি সাংবাদিকদের বাধাহীন এবং মুক্তভাবে নিউজ ওয়েবসাইট পরিচালনা করার সুযোগ নিশ্চিত করতে হবে। জাতিসংঘ দেখতে চায়, এ নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ কতটুকু ইতিবাচক পদক্ষেপ গ্রহন করেছে।  

এনবিএস/ওডে/সি