ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Logo
logo

নারী সাফ চ্যাম্পিয়নশীপে সন্ধ্যায় বাংলাদেশ-নেপাল মুখোমুখি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

নারী সাফ চ্যাম্পিয়নশীপে সন্ধ্যায় বাংলাদেশ-নেপাল মুখোমুখি

 নারী সাফ চ্যাম্পিয়নশীপে সন্ধ্যায় বাংলাদেশ-নেপাল মুখোমুখি

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা ৭টায় নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করবে বাংলাদেশের মেয়েরা। চার দলের টুর্নামেন্টের অন্য দুই দল হলো ভারত ও ভুটান।

উদ্বেধনী ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক শামসুন্নাহারের চাওয়া পুরো তিন পয়েন্ট। তিনি বলেন, আমাদের টার্গেট আমরা সাফের ফাইনাল খেলবো। সেভাবেই আমরা মাঠে নামবো। প্রথম ম্যাচে আমরা ভালো শুরু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবো।

গতবার এই টুর্নামেন্ট হয়েছিল অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে। অনূর্ধ্ব-২০ বয়সীদের নিয়ে হচ্ছে এবার। কোচ ছোটনের দৃষ্টি কেবল এই প্রতিযোগিতার দিকে নয়, আরও দূরে।

তিনি বলেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আগামীতে এফএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট আছে। এজন্য আমাদের এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। সম্ভাবনাময় বেশ কিছু খেলোয়াড় আমাদের এই দলে রয়েছে। তারা নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে আগামীতে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে।

এনবিএস/ওডে/সি