ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

ইউক্রেনকে দ্রুত সদস্য করার প্রতিশ্রুতি দেয়া যাচ্ছে না: ভন্ডার লিয়েন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

ইউক্রেনকে দ্রুত সদস্য করার প্রতিশ্রুতি দেয়া যাচ্ছে না: ভন্ডার লিয়েন

ইউক্রেনকে দ্রুত সদস্য করার প্রতিশ্রুতি দেয়া যাচ্ছে না: ভন্ডার লিয়েন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন বলেছেন, ইউক্রেন যেভাবে ভাবছে, সেভাবে দ্রুত ইউরোপীয় ইউনিয়নে দেশটিকে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেয়া যাচ্ছে না।

গতকাল (শুক্রবার) ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন শেষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। সে সময় সেখানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল উপস্থিত ছিলেন।ভন্ডার লিয়েন ইউক্রেনকে দীর্ঘ তালিকার কথা স্মরণ করিয়ে দেন যা দেশটিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার আগে পূরণ করতে হবে।

ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে হলে ইউক্রেনকে প্রধান যেসব শর্ত পূরণ করতে হবে তার মধ্যে রয়েছে- ব্যাপকভিত্তিক দুর্নীতি বন্ধ করা, বিচার ব্যবস্থায় সংস্কার আনা যাতে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকে এবং নিজস্ব অর্থনীতিকে শক্তিশালী করা।গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য জোরালো চাপ সৃষ্টি করেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করেন, ইউক্রেন যদি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারে তবে রাশিয়ার অভিযান মোকাবেলায় আরো বেশি সামরিক সাহায্য পাবে তার সরকার। কিন্তু এ পর্যন্ত ইউক্রেনের সেই প্রত্যাশা পূরণের ধারে কাছেও যায়নি ইউরোপীয় ইউনিয়ন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে