ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১
Logo
logo

আবারও বর্ণবাদে শিকার, ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম

আবারও বর্ণবাদে শিকার, ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস

 আবারও বর্ণবাদে শিকার, ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস

মায়োর্কার মাঠে আবারও বর্ণবাদের শিকার রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। মায়োর্কার ভক্তরা এবার তাকে ‘বানর’ বলে ডেকেছেন।

স্ট্রিমিং সার্ভিস ডিএজেডএনের করা পোস্টের একটি ভিডিওতে ভিনিসিয়ুস জুনিয়রকে বানর বলে ডাকতে শোনা গেছে। রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে ময়োর্কার বিপক্ষে ১-০ গোলে হারে রিয়াল মাদ্রিদ। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি মায়োর্কা কর্তৃপক্ষ। কিন্তু ক্লাব ম্যানেজার জাভিয়ের আগুইরে ঘটনাটি অস্বীকার করেছেন।

এর আগেও তিনবার বর্ণবাদের শিকার হন ব্রাজিলিয়ান তারকা। ২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার বিপক্ষে ন্যু ক্যাম্পে, ২০২২ সালের সেপ্টেম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এবং ডিসেম্বরে রিয়াল ভায়াদোলিদের ম্যাচে বর্ণবাদী মন্তব্য করা হয় তাকে নিয়ে।

রোববার শুরু থেকেই ভিনিসিয়ুসের উপর চড়াও ছিলেন মায়োর্কার ডিফেন্স। এই ম্যাচে মায়োর্কার মাঠে ১০ বার ফাউলের শিকার হন এই ব্রাজিলিয়ান তারকা। এখন পর্যন্ত এই মৌসুমে ৭৯ বার ফাউল করা হয়েছে তাকে। যা ইউরোপের সেরা ৭ লিগের মধ্যে সর্বোচ্চ। ৫৯ ফাউলের শিকার হয়ে দ্বিতীয় অবস্থানে আছেন স্বদেশি নেইমার জুনিয়র।

এনবিএস/ওডে/সি