ঢাকা, শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১
Logo
logo

ভবিষ্যতের সাকিবদের খুঁজে আনতে ২-৩ বছরের পরিকল্পনা ডেভিড মুরের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম

ভবিষ্যতের সাকিবদের খুঁজে আনতে ২-৩ বছরের পরিকল্পনা ডেভিড মুরের

 ভবিষ্যতের সাকিবদের খুঁজে আনতে ২-৩ বছরের পরিকল্পনা ডেভিড মুরের

বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত সাপ্লাই লাইন তৈরি করতে উদ্যোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের সাপ্লাই লাইন তৈরিতে উদ্যোগী হয়েছে বিসিবি। আর সেই কারণেই বাংলাদেশ ক্রিকেটের হেড অফ প্রোগ্রামের দায়িত্ব দিয়ে নিয়ে আসা হয়েছে ডেভিড মুরকে। টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটার তৈরি, টেস্টের জন্য শক্ত মিডল অর্ডার তৈরি, বিশ্বমানের পেসার তৈরিসহ একাধিক চিন্তা ভাবনা রয়েছে তার। আর সে কথা বলতে গিয়েই ডেভিড মুর জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে ২-৩ বছরের পরিকল্পনা করেছেন তিনি।

উল্লেখ্য, ইতিমধ্যেই সিনিয়র দলের কোচের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে প্রাক্তন কোচ তথা প্রাক্তন শ্রীলঙ্কার ক্রিকেটার হাথুরেসিংহকে। অবশ্য হাথুরেসিংহ আসার আগেই ডেভিড মুরকে নিয়ে এসেছিল বিসিবি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আগামী ২-৩ বছরের জন্য পরিকল্পনা সাজানোর ভাবনা রয়েছে বিসিবির। এমনটাই নিশ্চিত করে দিয়েছেন বিসিবির ক্রিকেটের হেড অফ প্রোগ্রাম ডেভিড মুর। সিনিয়র দলের হেড কোচ চন্দিকা হাথুরেসিংহের সঙ্গেও কাজ করতে মুখিয়ে রয়েছেন তিনি। তার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় রয়েছে মুরের। তিনি বিশ্বাস করেন কাজে লাগবে তার এই পরিচয়।

ঢাকায় এসে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মুর। হেড অফ প্রোগ্রামস এই পদটি বিসিবির তৈরি নয়া একটি পদ। ফলে স্বাভাবিকভাবেই সেই পদের আলাদা গুরুত্ব রয়েছে। সপ্তাহখানেক হল ঢাকায় এসেছেন মুর। দায়িত্ব নিয়ে কাজও শুরু করে দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান মুর প্রধানত হাই পারফরম্যান্স (এইচ পি) দলের মতো বোর্ডের নানা প্রোগ্রামের সঙ্গে সমন্বয় করবেন তিনি। পাশাপাশি কোচেদের উন্নয়নেও সাহায্য করবেন তিনি। আপাতত বিসিবির অ্যাকাডেমিতেই বসবেন মুর।

এনবিএস/ওডে/সি