ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

তেহরানে কোরআনের বিরল দুই পাণ্ডুলিপির ফোলিও প্রদর্শন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম

তেহরানে কোরআনের বিরল দুই পাণ্ডুলিপির ফোলিও প্রদর্শন

 তেহরানে কোরআনের বিরল দুই পাণ্ডুলিপির ফোলিও প্রদর্শন

আমিরুল মোমেনীন হযরত আলী (আ.)-এর জন্মদিন উপলক্ষে তেহরানের মালেক ন্যাশনাল লাইব্রেরি ও মিউজিয়ামে আয়োজিত একটি প্রদর্শনীতে কোরআনের দুর্লভ দুটি পাণ্ডুলিপির ফোলিও প্রদর্শন করা হয়। বার্তা সংস্থা সিএইচটিএন রোববার এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মালেক জাদুঘরে সংরক্ষিত ফোলিওগুলো কুফি ক্যালিগ্রাফিতে সূরা আল-আনআম ও আল-বাকারার আয়াতগুলি আঁকা হয়েছে। দুই সপ্তাহ ধরে এই শো চলবে।

মালেক ন্যাশনাল লাইব্রেরি ও জাদুঘর ইরানের বিরল ফারসি ও আরবি পাণ্ডুলিপির অন্যতম প্রধান কেন্দ্র। এটি বাগ-ই মেল্লির আশেপাশে অবস্থিত এবং মাশহাদের আস্তান-ই কোদস রাজাভি মিউজিয়াম ও লাইব্রেরির সাথে সংযুক্ত।

হোসেন আকা মালেক (১৮৭৩-১৯৭৩) মালেক জাতীয় জাদুঘরের মালিক ছিলেন। জাদুঘরটি একসময় মালেকের ব্যক্তিগত প্রাসাদ ছিল। তিনি এটিকে জাদুঘরে রূপান্তরিত করার জন্য সরকারের কাছে হস্তান্তর করেন। সূত্র: তেহরান টাইমস।

এনবিএস/ওডে/সি