ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

জরুরি সহায়তা হিসেবে তুরস্ককে ৬ মিলিয়ন ডলার দিচ্ছে চীন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

জরুরি সহায়তা হিসেবে তুরস্ককে ৬ মিলিয়ন ডলার দিচ্ছে চীন

 জরুরি সহায়তা হিসেবে তুরস্ককে ৬ মিলিয়ন ডলার দিচ্ছে চীন

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার ঘোষণায় বলা হয়েছে, ত্রাণ প্রচেষ্টার প্রাথমিক পদক্ষেপ হিসেবে চীন ৪০ মিলিয়ন ইউয়ান বা ৫.৯ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে তুরস্ককে। এছাড়া চীনের রেড ক্রস তুরস্ক ও সিরিয়াকে দুই লাখ ডলার করে জরুরি সহায়তা হিসেবে প্রদান করবে।
এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ইতোমধ্যেই ত্রাণসামগ্রীসহ একটি উদ্ধারকর্মী দল পাঠিয়েছে তুরস্কে। সোমবার রাতে রাওয়ালপিন্ডির চাকলালা বিমানঘাঁটি থেকে এ সি-১৩০ বিমানে সেনাবাহিনীর একটি দল গেছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, দলে রয়েছে উদ্ধাকর্মীদের ৫০ জন এবং ২৫ টন ত্রাণ সামগ্রী নিয়ে তুরস্কে।

তুরস্কের হাতয় প্রদেশের বাসিন্দারা আহাজারি করে বলছে, ‘কেউ আসছে না’। সেখানে অনেক মানুষ এখনো ধ্বংসস্তুপে চাপা পড়ে আছে। তারা কোনো দিক থেকেই কোনো সহায়তা পাচ্ছেন না। তারা বৃষ্টিপাতের মধ্যে কান্না করছে। ডেনিজ নামের একজন সহায়তা চেয়ে হাত-পা ছুঁড়ছিল। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা চিৎকার করছি, কিন্তু কেউ আমারেদর সাহায্য করতে আসছে না।’ তারা বলছেন, ‘আমরা শেষ, আমরা শেষ, হে আল্লাহ.......।’ তারা এভাবেই চিৎকার করছে। তারা বলছে, ‘আমাদের রক্ষা কর’। কিন্তু কেউ তাদের সহায়তায় এগিয়ে যাচ্ছে না।

মিডলইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের ২৪ ঘন্টা পরও উক্ত অঞ্চলে কোনো উদ্ধারকর্মী সেখানে পৌঁছাতে পারেনি। ওয়েবসাইটটির তুরস্কের ব্যুরো প্রধান টুইটে বলেছেন, ‘পরিস্থিতি এতই ভয়াবহ যে সাহায্য চেয়ে অনেকেই মেসেজ দিচ্ছেন।’

ডক্টর্স উইথাউট বর্ডার্স আল-জাজিরাকে বলেছেন, তাদের একজন সদস্য সিরিয়ার ইদলিব প্রদেশে  ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে একজন স্টাফ সদস্য নিহত হয়েছেন।

এনবিএস/ওডে/সি