এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:০২ পিএম
তোষাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন স্থগিত
মঙ্গলবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান তোষাখানা মামলার শুনানিতে সেশন আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন স্থগিত হয়ে গেছে।
পিটিআই প্রধান ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি চেয়ে নতুন আবেদন করার পর অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল আগের দিন সংরক্ষিত রায় ঘোষণা করেন।
ইমরান খানের করা আবেদন গ্রহণ করে বিচাপতি নির্বাচন কমিশনের আইনজীবীদের অভিযোগ ও প্রমাণের প্রতিলিপি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন। আবার কবে এ বিষয়ে শুনানি হবে তা পরে জানাবেন আদালত।
পাকিস্তান নির্বাচন কমিশন গত বছরের নভেম্বর মাসে পিটিআই প্রধানের বিরুদ্ধে মামলাটি করেন। প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ থেকে যেসব উপহার পেয়েছেন সেগুলো সম্পর্কে কর্মকর্তাদের ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনে ফৌজদারি মামলা করা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে।
নির্বাচন কমিশন ইলেকশন অ্যাক্টের ২০১৭ ধারা অনুযায়ী দূর্নীতি বিষয়ক ১৬৭ ও ভুলতথ্য প্রদানের জন্য ১৭৩ ধারায় মামলাটি এগিয়ে নেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেছে।
এতে যোগ করা হয় যে রেকর্ড অনুসারে, রাষ্ট্রীয় উপহারগুলোর মূল্যায়নের ভিত্তিতে ২১.৫ মিলিয়ন রুপিতে তোষাখানা থেকে কেনা হয়েছিল, যেখানে তাদের মূল্য প্রায় ১০৮ মিলিয়ন রুপি।
৩১ জানুয়ারি, বিচারপতি পিটিআই চেয়ারম্যানকে ২০,০০০ রুপির জামানত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, যাতে মামলায় অভিযুক্তের জন্য আজ তার উপস্থিতি নিশ্চিত করা যায়।
এনবিএস/ওডে/সি