ঢাকা, বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০
Logo
logo

২৫ হাজার কোটির ব্যবসা হাতছাড়া আদানিদের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

২৫ হাজার কোটির ব্যবসা হাতছাড়া আদানিদের

 ২৫ হাজার কোটির ব্যবসা হাতছাড়া আদানিদের

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই সময় ভাল যাচ্ছে না ভারতের আদানি গোষ্ঠীর। হু হু করে পড়েছে সংস্থার শেয়াদের দাম। ধনপতিদের তালিকাতেও ক্রমে পিছনের সারিতে এই সংস্থা। এবার কি ঘরের লোকেরাও মুখ ফেরাতে শুরু করল নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত এই সংস্থার উপর থেকে? ইন্ডিয়ান এক্সপ্রেস

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের সোমবারের একটি সিদ্ধান্ত ঘিরে এই জল্পনা শুরু হয়েছে। সোমবার রাজ্য সরকার পরিচালিত একটি বিদ্যুৎ বণ্টন সংস্থা ৫৪০০ কোটি টাকার কাজ বাতিল করে দিয়েছে।

উত্তরপ্রদেশে বিদ্যুৎ বণ্টনের চারটি কোম্পানি আছে। এরমধ্য মধ্যাঞ্চল বিদ্যুৎ বণ্টন কোম্পানি আদানিদের একটি সংস্থাকে কয়েক লাখ স্মার্ট মিটার সরবরাহের বরাত দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছিল। প্রথম দফায় ৫৪০০ কোটি টাকার বিনিময়ে স্মার্ট মিটার দেওয়ার কথা ছিল। সব মিলিয়ে মিটার কিনতে ব্যয় করার কথা ২৫ হাজার কোটি টাকা।

জানা যাচ্ছে, টেন্ডারে আদানিদের দেওয়া রেট ছিল সর্বনিম্ন। তবু তাদের বরাত শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। কারণ, অর্ডার চূড়ান্ত করার আগে রাজ্য সরকারের টনক নড়েছে যে মিটার পিছু আদানিরা চার হাজার টাকা বেশি নিচ্ছে। যে মিটার তারা সরবরাহ করবে তার বাজার মূল্য ছয় হাজার টাকা। কিন্তু সর্বনিম্ন দামে সরবরাহ করতে চাইলেও আদানিরা মিটার পিছু ১০ হাজার টাকা দাবি করেছে।

সোমবার বিকালে মধ্যাঞ্চল বিদ্যুৎ সরবরাহ নিগম অর্ডার বাতিল করে দেয়। এরপরই জল্পনা শুরু হয়, আদানিরা বিতর্কে জডিয়েছে বলেই কি উত্তরপ্রদেশের বিজেপি সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই পদক্ষেপ করল। কারণ, দামের ফারাকের বিষয়টি শেষ মুহূর্তে জানার কথা নয়। সরকার টেন্ডার ডাকার সময়ই সংশ্লিষ্ট পণ্যের বাজার মূল্য যাচাই করে নেয়। তা সত্ত্বেও এতদূর কী করে এগিয়েছিল সেই প্রশ্নও সামনে এসেছে।

এনবিএস/ওডে/সি