ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Logo
logo

গ্র্যামি অ্যাওয়ার্ডসে সঙ্গীত তারকা প্রীতম হাসান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

গ্র্যামি অ্যাওয়ার্ডসে সঙ্গীত তারকা প্রীতম হাসান

 গ্র্যামি অ্যাওয়ার্ডসে সঙ্গীত তারকা প্রীতম হাসান

গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৫তম আসরে উপস্থিত ছিলেন বাংলাদেশের সঙ্গীত তারকা প্রতীক হাসান। তিনি প্রয়াত গায়ক খালিদ হাসান মিলুর ছোট ছেলে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত এই আসরটি বসে সোমবার ভোর রাতে। এ তথ্য কণ্ঠশিল্পী নিজেই তার ফেসবুক পেজে মঙ্গলবার একটি স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘টেলিভিশন, ইউটিউবে সবসময় গ্র্যামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান দেখেছি। কখনো ভাবিনি এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারব। বিশ্বখ্যাত বেয়ন্স, টেইলর সুইফট, ম্যাডোনা, দ্য রক, অ্যাডেলের মতো তারকারা আমাদের থেকে মাত্র ৩০০ মিটার দূরে ছিল।’

আশির দশকের সাড়া জাগানো গায়ক প্রয়াত খালিদ হাসান মিলুর বড় ছেলে প্রতীক হাসানও গান করেন। কিন্তু বাবা কিংবা ভাইয়ের পরিচয়ে নয়, প্রীতম হাসান নিজের প্রতিভার গুণেই এখন বাংলাদেশের সঙ্গীতজগতের এক পরিচিত নাম। এবার সে জনপ্রিয়তা তাকে নিয়ে গেল হলিউডে।

গায়িকা আরমীন মুসা মনোনয়ন পেয়েছেন, যদিও তিনি বিজয়ী হননি। এভাবে হয়তো একদিন এদেশের কাউকে রেড কার্পেট মাড়াতে দেখা যাবে বলে স্ট্যাটাসে আশাবাদ ব্যক্ত করেন প্রতীক হাসান।

এনবিএস/ওডে/সি