ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

বুধবার প্রদর্শিত হবে ‘মন্দ মেয়ের’, ‘ইন্টারভিউ’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

বুধবার প্রদর্শিত হবে ‘মন্দ মেয়ের’, ‘ইন্টারভিউ’

 বুধবার প্রদর্শিত হবে ‘মন্দ মেয়ের’, ‘ইন্টারভিউ’

 ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে পাঁচ দিনব্যাপী ‘আমার ভাষার চলচ্চিত্র-১৪২৯’ উৎসব। রোববার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে এই উৎসব শুরু হয়েছে। পাঁচ দিন ব্যাপী এই উৎসবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সমসাময়িক ও ধ্রুপদী ১৮টি চলচ্চিত্র, দুটি স্বল্পদৈর্ঘ্য ও দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

এই উৎসবে বুধবার প্রদর্শিত হবে বুদ্ধদেব দাশগুপ্তর ‘মন্দ মেয়ের উপাখ্যান’ ও মৃণাল সেনের ‘ইন্টারভিউ’ নামের চলচ্চিত্র। এছাড়াও অনির্বান ভট্টাচার্যের ‘বল্লভপুরের রুপকথা’ এবং ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ দেখানো হবে।

ইন্টারভিউ নামের চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালে। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক ও করুণা ব্যানার্জি। চলচ্চিত্রটির কাহিনীকার আশীষ বর্মন। এছাড়া, ‘মন্দ মেয়ের উপাখ্যান’ চলচ্চিত্রটি মুক্তি পায় ২০০২ সালে। গ্রামীণ ভারতের পতিতালয়ের এক বাচ্চা মেয়ের চরিত্র লতিকে উপস্থাপন করা হয় এ সিনেমায়। যার মা ছিলেন পতিতা। উপমহাদেশের প্রখ্যাত লেখক প্রফুল্ল রায়ের ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি।

‘আমার ভাষার চলচ্চিত্র-১৪২৯’ উৎসব শুরু  হয় ৫ ফেব্রুয়ারি। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ-এর সঞ্চালক হাবিবা রহমান। এই উৎসবের পর্দা নামবে ৯ ফেব্রুয়ারি।

এনবিএস/ওডে/সি