ঢাকা, শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

ইন্টার মিলানও লিওনেল মেসিকে দলে নিতে চেয়েছিলো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম

ইন্টার মিলানও লিওনেল মেসিকে দলে নিতে চেয়েছিলো

 ইন্টার মিলানও লিওনেল মেসিকে দলে নিতে চেয়েছিলো

লিওনেল মেসি এমন একজন ফুটবলার যাকে দলে পেতে চায় সব ক্লাবই। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় বার্সেলোনায় খেলা এ তারকা ফুটবলার যখন বার্সার সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয় তখন বিশ্বের নামিদামি সবগুলো ক্লাবই চেষ্টা করে মেসিকে দলে ভেড়াতে। সে তালিকায় ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানও ছিল বলে জানান ক্লাবটির সহ-সভাপতি হ্যাভিয়ের জেনেত্তি।

 মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন মেসি। এরপর সেখানেই ফুটবলের মহাতারকাদের একজন হয়ে ওঠেন। স্পেনের ক্লাবটির হয়ে সব শিরোপাই জিতেছেন। বার্সেলোনার জার্সি গায়ে ৭৭৮টি ম্যাচ খেলে ৬৭২টি গোল করেছেন মেসি। বার্সার হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সবচেয়ে বেশি গোলের মালিক মেসিই। ক্লাবটির হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন মেসি।

বার্সার সাথে লম্বা সম্পর্কের ইতি ঘটলে মেসি যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। ফরাসি এই ক্লাবটির সাথে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার আগে মেসিকে দলে পেতে চেষ্টা করে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানও। তবে পিএসজিসহ ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর উচ্চ আর্থিক ক্ষমতার কারণে মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে এগোতে পারেনি মিলান।

আর্জেন্টিনার তারকা এই ফুটবলারকে দলে ভেড়ানোর প্রসঙ্গে ইন্টার মিলানের সহ-সভাপতি বলেন, আমি বিস্মিত হয় যখন মেসি বার্সা ত্যাগ করে। বাস্তবতা মেনে বলতেই হয় আমরা পিএসজি কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সাথে প্রতিযোগিতা করে পারব না। কিন্তু যখন সুযোগ ছিল মেসিকে নেওয়ার ব্যাপারে আমরাও কথা বলেছি। উল্লেখ্য যে, বার্সেলোনা ছাড়ার পর ফরাসি ক্লাব পিএসজির সাথে দুই বছরের চুক্তি করে মেসি, যা শেষ হচ্ছে চলতি মৌসুমে।

এনবিএস/ওডে/সি