ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ | ১৫ আশ্বিন ১৪৩০
Logo
logo

আনচেলত্তির কোচ হওয়ার সংবাদটি ভিত্তিহীন: ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম

আনচেলত্তির কোচ হওয়ার সংবাদটি ভিত্তিহীন: ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন

 আনচেলত্তির কোচ হওয়ার সংবাদটি ভিত্তিহীন: ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল রাশিয়া বিশ্বকাপের পর কাতারেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি । দু’বারই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে তারা। এতে নিজে থেকেই দায়িত্ব ছাড়েন ব্রাজিল কোচ তিতে। তার বিদায়ের পর থেকেই কোচ শূন্য হয়ে আছেন নেইমাররা। এরই মধ্যে গুঞ্জন উঠে কার্লো আনচেলত্তিই হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ। অবশেষে, নেইমারদের নতুন কোচের ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

সম্প্রতি গোলডটকম জানিয়েছিল, ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তাকে পেতে রীতিমতো অপেক্ষা করছে ব্রাজিল। চলতি মাসে আনচেলত্তি ইস্যুতে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজের।

এদিকে, শুক্রবার এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করে ব্রাজিল। বিবৃতিতে তারা লেখেন, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করছে যে রিয়াল মাদ্রিদ এবং ইতালিয়ান কোচ আনচেলত্তির কোচ হওয়ার সংবাদটি ভিত্তিহীন। কোচ নিয়োগের ব্যাপারটি নিয়ে স্বচ্ছভাবে কাজ চলছে এবং যথাসময়ে তা প্রকাশ করা হবে।

এনবিএস/ওডে/সি