ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Logo
logo

মেসি ও এমবাপ্পেবিহীন পিএসজি মোনাকোর কাছে হেরে গেলো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

মেসি ও এমবাপ্পেবিহীন পিএসজি মোনাকোর কাছে হেরে গেলো

 মেসি ও এমবাপ্পেবিহীন পিএসজি মোনাকোর কাছে হেরে গেলো  

ইনজুরির ধাক্কা সামলে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি ও কিলিয়ন এমবাপ্পে।শনিবার রাতে মোনাকোর বিপক্ষে লিগ ম্যাচে এই দু’জনকে ছাড়াই খেলতে হয়েছে পিএসজিকে। আর সেখানেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি ক্লাবটিকে।

মোনাকোর মাঠে নেইমার মাঠে থাকলেও পিএসজি হেরেছে ৩-১ গোলে। এদিন ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এ হারের ফলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে আরেকটি ধাক্কা খেল পিএসজি।

ম্যাচের প্রথমার্ধেই গোল হয়েছে ৪টি। প্যারিসিয়ানরা ম্যাচের ৪ মিনিটে প্রথম গোল হজম করে। বেন ইয়াদেরের পাস ধরে গোল করেন গ্লোভিন। এরপর ১৮ মিনিটে ২-০ গোলের লিড নেয় লিগ টেবিলে দুইয়ে ওঠা মোনাকো। এবার গোল করেন ইয়াদের।

প্রথমার্ধে এক গোল শোধ করে পিএসজি। ৩৯ মিনিটে গোল করেন জাইরি ইমেরি। কিন্তু স্বস্তি স্থায়ী হয়নি পিএসজির। প্রথমার্ধের যোগ করা সময়ে মোনাকোর নাম্বার টেন ইয়াদের গোল করে দলকে জেতান।

মোনাকো শুধু জয় পায়নি, কর্তৃত্ব করে খেলেছে। বলের দখলে পিএসজি এগিয়ে থাকলেও মোনাকো ১৯টি আক্রমণ করেছে। যেখানে পিএসজির আক্রমণ ছিল সাতটি। প্যারিসের ক্লাবটির লক্ষ্যে দুই শটের বিপরীতে নয়টি শট নিয়েছে জয়ী মোনাকো।

এনবিএস/ওডে/সি