ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

আমি বাংলাদেশের খেলা দেখি, ভালো করলে ভীষণ আনন্দ পাই: গাঙ্গুলি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

আমি বাংলাদেশের খেলা দেখি, ভালো করলে ভীষণ আনন্দ পাই: গাঙ্গুলি

 আমি বাংলাদেশের খেলা দেখি, ভালো করলে ভীষণ আনন্দ পাই: গাঙ্গুলি

চলতি বছরের অক্টোবরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এবারের ১৩তম আসরেও বাংলাদেশ দল সেমিফাইনালে খেলার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলো বিসিবি।

এবার সেই সম্ভাবনায় নতুন মাত্রা পেলো ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলির কথায়। ঢাকায় দুদিনের সফরে থাকা গাঙ্গুলি শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে কথা বলে।

তিনি সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ দল নিয়ে আমার ানেক প্রত্যাশা। বিশ্বকাপে দলটি কোয়ার্টার বা সেমিফাইনালে খেলতে পারে। এসময় বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে আলাপের বিষয়েও কথা বলেন সৌরভ। তিনি জানান, আসন্ন সিরিজে ইংল্যান্ডকেও হারিয়ে দেওয়া সম্ভব। প্রিন্স অব কলকাতা জানিয়েছেন, বাংলাদেশ ভালো করলে সবসময়ই ভালো লাগে তার।

তিনি বলেছেন, বাংলাদেশ খুব ভালো দল। ৬-৭ বছর আগেও একবার ভারত এসেছিল, সেখানেও ওয়ানডে সিরিজ জিতেছে। ইংল্যান্ড এসেছে, পাপন ভাই বলেছিলেন আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন।

পাপন ভাইকে আরো বলেছি, ১৭ কোটি মানুষ, সেখান থেকে এত প্রতিভা বের হয় ক্রিকেটে দেখার মতো। বোলিং, ব্যাটিং, সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত ভালো খেলছে। আমি খবর রাখি, দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের উন্নতি দেখে সবসময় ভালো লাগে।

এনবিএস/ওডে/সি