ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

ইংল্যান্ডকে হারিয়ে এই প্রথম বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

ইংল্যান্ডকে হারিয়ে এই প্রথম বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকা

 ইংল্যান্ডকে হারিয়ে এই প্রথম বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকা

ক্রিকেট বিশ্বকাপ আর ফাইনাল, এতদিন এই দুইয়ে বোধহয় একটা দ্বন্দ্ব ছিল। পুরুষ দল কিংবা নারী দল, প্রোটিয়াদের কেউই এতদিন ফাইনালে পা রাখতে পারেনি। সেই গেড়ো কাটল নারীদের হাত ধরে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিক প্রোটিয়া নারীদের জয় ৬ রানে। ১৬৫ রানের টার্গেট দিয়ে ইংলিশদের ১৫৮ রানে বেঁধে ফেলেছে তারা। ৫৫ বলে ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তাজমিন ব্রিটস।

রান তাড়া করতে নেমে টপঅর্ডারের ব্যাটারদের বিদায়ের পর নিভে যায় ইংল্যান্ডের ফাইনালের আশা। দুই ওপেনারের মধ্যে ডানিয়েলে ৩৪ ও সোফিয়া ডুঙ্কলে করেন ২৮ রান। ওয়ানডাউনে নামা অ্যালিস ক্যাপসে আউট হন শূন্য রানে। এরপর বড় জুটি গড়েন নাট স্কাইবার ও হিদার নাইট। ব্যক্তিগত ৪০ রানে নাট আউট হন নাদিনের ওভারে। হিদার ২০তম ওভার পর্যন্ত ক্রিজে থাকলেও দলকে জয়ের স্বাদ এনে দিতে পারেননি।

এর আগে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দুই ওপেনারই হাফসেঞ্চুরি তুলে নেন। ওলভার্ট ৫৩ ও তাজমিন করেন ৬৮ রান। ওয়ানডাউনে নামা মারিজানে কাপ স্কোর বোর্ডে যোগ করেন ২৭ রান। ইংল্যান্ডের হয়ে একস্লেস্টোন ৩টি ও লরেন বেল একটি উইকেট নেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। অজিরা ফাইনালে উঠেছিল ভারতকে হারিয়ে। প্রথম সেমিফাইনালে ১৭৩ রানের টার্গেট দিয়ে অজিদের জয় ৫ রানে। ব্যাট হাতে ৩১ ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অ্যাশলে গার্ডনার।

এনবিএস/ওডে/সি