বাফুফের সভায় এসেছেন পদত্যাগ করা আরিফ হোসেন মুন

২০২৩ সালের মার্চে আকস্মিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছিলেন আরিফ হোসেন মুন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও মূলত বাফুফের সামগ্রিক কর্মকাণ্ড ও শীর্ষ নীতি-নির্ধারকদের ওপর নাখোশ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছিলেন সাবেক এই অধিনায়ক।

শনিবার (২৯ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে। জেলা, ক্লাব ও বিভিন্ন সংস্থা থেকে মনোনীত প্রতিনিধিরা এই সভায় উপস্থিত হয়েছেন। সেখানে দেখা যায় আরিফ হোসেন মুনকে। তিনি প্রতিনিধিত্ব করছেন নীলফামারী জেলা ফুটবল এসোসিয়েশনের।

নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করে আবার বাফুফের বার্ষিক সাধারণ সভায় আসার বিষয়টি অন্যরকম হলেও কারণ ব্যাখ্যা করেছেন মুন। তিনি বলেন, আমি এখানে জেলার প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি তৃণমূলের লোক, অনেক জেলার অনেকেই আসবে যারা আমার প্রিয় ও কাছের মানুষ। এই সাধারণ সভার মাধ্যমে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে, সেই উপলক্ষ্যেই মূলত আসা।


মুন ২০১২ সাল থেকে বাফুফের নির্বাহী কমিটির সদস্য। তিনি টানা তিন মেয়াদে নির্বাচিত হয়েছেন। তৃতীয় মেয়াদের দেড় বছর বাকি থাকতেই পদত্যাগ করেন বাফুফে থেকে। বার্ষিক সাধারণ সভায় এতদিন মুন ছিলেন মঞ্চের ওপর। এবার সাধারণ পরিষদের সদস্য হিসেবে মঞ্চের অপরপ্রান্তে। -ঢাকা পোস্ট

বাফুফের নির্বাহী কমিটি ২১ সদস্য বিশিষ্ট। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, চার সহ-সভাপতি ও ১৫ জন্য সদস্য। বাফুফের অধিভুক্ত জেলা, ক্লাব ও বিভিন্ন সংস্থার প্রতিনিধির মাধ্যমে ভোটে নির্বাহী কমিটি ৪ বছরের জন্য নির্বাচিত হয়। এই কমিটি ৪ বছরের জন্য ফেডারেশন পরিচালনার কর্তৃত্ব পেলেও, বার্ষিক সাধারণ সভায় প্রতিটি কাজের জন্য জবাবদিহিতা ও প্রস্তাব পাশের কাজ বাস্তবায়ন করতে বাধ্য।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news