বাংলাদেশের সমর্থনে গর্বিত আর্জেন্টিনার কোচ স্কালোনির

ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় গোটা বাংলাদেশই ভাগ হয়ে যায় দুই ভাগে। যার এক প্রান্তে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিল। সেই ভালোবাসার জোয়ার এবার বেশ ভালোভাবেই ঢেউ তুলেছে আলবিসেলেস্তে শিবিরে।

আকাশী সাদাদের প্রতি লাল সবুজের এই ভালোবাসার প্রতিদানও আর্জেন্টাইনরা দিচ্ছেন নানা মাধ্যমে। এবার সেই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানুষদের আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থ দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি।

ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্ত-সমর্থক সবচেয়ে বেশি এই দেশে। এর মধ্যে আর্জেন্টিনাকে নিয়ে মাতামাতিটা একটু বেশি। এখন এমনও আলোচনা হয়, আর্জেন্টিনার মোট জনসংখ্যার চেয়েও বাংলাদেশে তাদের সমর্থক বেশি কিনা। এই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে হাজার হাজার দর্শকের খোলা মাঠে বড় পর্দায় খেলা দেখার ছবি ছড়িয়ে পড়েছে বিশ্ব মিডিয়ায়।

এসব নিয়ে এতটাই আলোচনা হয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এএফএ পর্যন্ত টুইট করে, ছবি এডিট করে মেসির হাতে বাংলাদেশের পতাকা ধরিয়ে দিয়ে ধন্যবাদ জানিয়েছে এ দেশের আর্জেন্টিনা সমর্থকদের। এবার বাংলাদেশের সমর্থকদের নিয়ে কথা বললেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও।

এনবিএস/ওডে/সি

news