হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন মেসি

 ফুটবল বিশ্বকাপ মহারণের বাকি আছে আর মাত্র দুই দিন। এর মাঝেই ভেসে এলো দুঃসংবাদ- হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে আক্রান্ত হয়েছেন লিওনেল মেসি।

শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। এজন্যে মেসির ইনজুরি আর্জেন্টিনা সমর্থকদের যথেষ্ঠ চিন্তায় ফেলেছে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল লিওনেল মেসির। ম্যাচের শেষ দিকে তাকে দেখা গেছে পায়ের পেছনে হাত দিয়ে নুয়ে থাকতে। তার মুখে ছিল অস্বস্তির ছাপ। যদিও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি।

বিষয়টা আবারো সামনে এসেছে ফাইনালের আগে অনুশীলনে মেসিকে দেখতে না পেয়ে। অনুশীলনে মেসিকে না দেখেই রহস্য উন্মোচন করতে নামেন সাংবাদিকেরা। তখন জানা যায়, হ্যামস্ট্রিংয়ে হালকা সমস্যা আছে মেসির। সেই সমস্যার সমাধানে পরিচর্যা করছেন সময়ের অন্যতম সেরা এই তারকা।

তবে আরেকটি সূত্র থেকে জানা যায়, অনুশীলনে না এলেও জিমে সময় দিয়েছেন মেসি। অন্যদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চোটের অবনতি না হলে অর্ধেক ফিটনেস নিয়ে হলেও ফাইনালে খেলবেন মেসি।

বিএস/ওডে/সি

news