বিশ্বকাপ ফাইনালে রেফারি থাকছেন পোল্যান্ডের সাইমন

 বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্বে থাকছেন পোল্যান্ডের সাইমন মার্সিনিয়াক। সহকারী রেফারি হিসাবে থাকবেন পাভেল সকলনিকি এবং টমাস লিস্টকিউইচ। ফিফার রেফারি কমিটির প্রধান বিখ্যাত কোচ কলিনার সুপারিশের পর ফাইনালের রেফারিদের প্যানেল ঠিক করল ফিফা।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে ফ্রান্স এবং ডেনমার্ক ম্যাচ পরিচালনা করেছিলেন সাইমন। শেষ ষোলোয় আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচেও দায়িত্বে ছিলেন তিনি। ২০১৮ বিশ্বকাপেও রেফারি ছিলেন তিনি। ২০০৯ থেকে পোল্যান্ডের শীর্ষস্থানীয় ম্যাচে রেফারিং শুরু করেন। ফিফার অধীনে আসেন ২০১৩ সালে। চ্যাম্পিয়ন্স লিগেও নিয়মিত ম্যাচ পরিচালনা করেন সাইমন।

প্রসঙ্গত ব্রাজিলের উইল্টন সাম্পাইয়োকে ফাইনালের রেফারি করার বিষয়ে ভাবনাচিন্তা চলছিল। কিন্তু তার বিরুদ্ধে প্রশ্ন ওঠায় ফিফা আর ঝুঁকি নিল না। চলতি বিশ্বকাপে সাইমনের বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। তবে একাধিক ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন রয়েছে। তার মধ্যে দুটি সেমিফাইনালও রয়েছে। ইতিমধ্যে মরক্কো অভিযোগপত্র জমাও দিয়েছে ফিফার কাছে।

বিএস/ওডে/সি

news