‘খলিস্তানি পতাকা’র জের! বন্ধ করে দেওয়া হল হিমাচলের আন্তঃরাজ্য সীমান্ত 

 খলিস্তানি (Khalistani) আতঙ্কে ভুগছে হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। রবিবার রাজ্যের বিধানসভার গেটে ঝুলতে দেখা গিয়েছিল খলিস্তানি পতাকা ও পোস্টার। এই নিয়ে রবিবার সকাল থেকেই চলছে নানা বিতর্ক। উত্তেজনাও চরমে। হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। এবার নিরাপত্তা বাড়াতে বন্ধ করে দেওয়া হল রাজ্যের সব সীমান্ত। চলছে পুলিশি পাহারা। প্রস্তুত রাখা হয়েছে বম্ব স্কোয়াডকেও। 
পুলিশ সূত্রে জানা গেছে, শুরু হয়েছে নাইট পেট্রলিং। সীমান্তবর্তী এলাকা কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গতকালের ঘটনায় কে বা কারা জড়িত ছিল, তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে খবর, পাঞ্জাব থেকে আসা কোন পর্যটক এমন কাণ্ড ঘটাতে পারেন। তবে নিশ্চিতভাবে কেউই কিছু জানাচ্ছেন না।
রবিবারের ঘটনায় চরম বিরক্ত হয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। এই ঘটনার নিন্দা করে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘যদি সাহস থাকে তা হলে দিনের বেলায় এ সব কাজ করে দেখা! রাতের অন্ধকারে কেন?’
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ৬ জুন হিমাচল প্রদেশেই খলিস্তানপন্থীদের নিয়ে একটি সভা করতে চলেছে শিখ ফর জাস্টিস নামক ভারতে নিষিদ্ধ সংগঠন। গতকালের ঘটনার পর পুলিশ আরও সতর্ক হয়েছে। হিমাচল প্রদেশের সরকারের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, বৃন্দাবনওয়ালে ও খলিস্তানি পোস্টার লাগানো গাড়ি রাজ্যে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news