ভাষার জন্য প্রথম শহীদ রফিকের আঙিনায় মানুষের ঢল
ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ বেদি, নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষে মুখরিত রফিকের আঙিনার শহীদ মিনার। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পাড়িল রফিক নগরের শহীদ রফিকের বাড়ির আঙিনায় মানুষের এমন ঢল দেখা গেছে।
দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর সকাল ৯টায় শ্রদ্ধা জানায় শহীদ রফিকের পরিবার। তারপর জেলা, পুলিশ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুপুর পর্যন্ত চলবে শ্রদ্ধা জানানোর পর্ব।
এদিকে শ্রদ্ধা জানাতে আসা তরুণসহ নানা শ্রেণি-পেশার মানুষ জানান, শুধু ফেব্রুয়ারি মাসে নয়, সারা বছরই এই ভাষা বীরদের স্মরণ করা উচিত।
এর আগে রাত ১২টা এক মিনিটে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। তারপর বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সুরেন্দ্রকুমার বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে মানিকগঞ্জের প্রথম শহীদ মিনারেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এনবিএস/ওডে/সি
                                
                                
	
                                
                    
                                                                                    