দেশের সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন এবার নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে রপ্তানি শুরু করেছে ওয়ালটন এসি। ক্যামেরুনে প্রথমবারের মতো পাঠানো হয়েছে ওয়ালটন এসির শিপমেন্ট।
ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যামেরুনের একটি সুপরিচিত ইলেকট্রনিক্স ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় বাজারে ওয়ালটন এসি বিপণন ও বিক্রয় পরিচালিত হবে।
ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান জানান, “আমরা বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্যে কাজ করছি। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন উন্নত দেশে নিজস্ব ব্র্যান্ডের বিস্তারে কাজ চলছে। ক্যামেরুনে আমাদের এসি রপ্তানি সেই পথচলারই অংশ। আমরা আশাবাদী, মধ্য আফ্রিকার অন্যান্য দেশেও আমাদের পণ্য বাজারজাত করার সুযোগ সৃষ্টি হবে।”
ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ জানিয়েছেন, আন্তর্জাতিক মানের সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী ডিজাইন এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে ওয়ালটন এসি বৈশ্বিক বাজারে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।
আব্দুর রউফ জানান, “আমাদের এসিগুলো ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজির মতো অত্যাধুনিক ফিচার থাকা এসিগুলোই এর বড় কারণ।”
উল্লেখ্য, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে তৈরি এসিগুলো সম্পূর্ণ পরিবেশবান্ধব। আর-২৯০ গ্যাস ব্যবহারে এসিগুলো বিশ্বস্বীকৃত এবং বিদ্যুৎসাশ্রয়ী।
এই সাফল্যের মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি পণ্য বিশ্ববাজারে নতুন দিগন্ত উন্মোচন করছে ওয়ালটন। মধ্য আফ্রিকার অন্যান্য দেশেও ওয়ালটনের বাজার সম্প্রসারণের সম্ভাবনা উজ্জ্বল।


