পারমাণবিক শক্তিচালিত দানবীয় ক্ষেপণাস্ত্র টেস্টের পর এবার রাশিয়া সফলভাবে পরীক্ষা করল পারমাণবিক সুপার টর্পেডো 'পোসেইডন'।

বুধবার ২৯ অক্টোবর মস্কোর এক হাসপাতালে যুদ্ধাহত সৈন্যদের সঙ্গে কথা বলতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই খবর দিলেন।

পুতিন বললেন, টেস্টটা মঙ্গলবার হয়েছে। এটা একটা দারুণ সাফল্য। পোসেইডনের পাওয়ার সারমাট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকেও ছাড়িয়ে গেছে।

গত সপ্তাহে পুতিন একটা পারমাণবিক লঞ্চ ড্রিল করেছিলেন। তারপর রোববার তিনি জানান, রাশিয়া পারমাণবিক 'বুরেভেস্টনিক' ক্রুজ মিসাইলেরও সফল টেস্ট করেছে।
মস্কো বলছে, টেস্টের সময় মিসাইলটা ১৪ হাজার কিলোমিটার পথ উড়েছে। প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে ছিল।

১৯৭২ সালের অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর থেকেই রাশিয়া এমন শক্তিশালী মিসাইল টেস্ট করে চলেছে। পুতিন ২০১৮ সালে প্রথম 'পোসেইডন' আর 'বুরেভেস্টনিক' নিয়ে কথা বলেছিলেন।

 

news