এনবিএস ডিজিটাল ডেস্ক প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম
এশিয়া কাপে সুপার ফোরে জায়গা করে নিতে জটিল সমীকরণের ভেতর দাঁড়িয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় প্রায় হাতের মুঠোয় এনেও হংকং হেরে যাওয়ায় টাইগারদের পথটা আরও কঠিন হয়ে গেছে। তবে আশা এখনো শেষ হয়নি—সুপার ফোরের টিকিট পাওয়ার লড়াই আজও বেঁচে আছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর এখানেই নির্ধারিত হবে তাদের ভাগ্য।
প্রথম শর্ত: অবশ্যই জিততে হবে
বাংলাদেশকে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই। কিন্তু কাজটা একেবারেই সহজ নয়। কারণ, সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। তাছাড়া ভেন্যুটি অনেকটাই আফগানিস্তানের হোম গ্রাউন্ডের মতো কাজ করে।
সমীকরণ ১: বাংলাদেশ ও শ্রীলঙ্কা দু’দলই জিতলে
যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারায় এবং শ্রীলঙ্কা তাদের শেষ ম্যাচে জয় পায়, তবে কোনো জটিলতা থাকবে না। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হবে শ্রীলঙ্কা, আর ৪ পয়েন্টে দ্বিতীয় হয়ে বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে।
সমীকরণ ২: বাংলাদেশ ও আফগানিস্তান জিতলে
বাংলাদেশ জিতলেও যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারায়, তবে তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে সমান (৪ করে)। তখন নির্ধারণ হবে রান রেটে। এখানে বর্তমানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান এগিয়ে আছে। তাই টাইগারদের শুধু জিতলেই হবে না, আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেতেও হবে।
সমীকরণ ৩: বাংলাদেশ হেরে গেলে শেষ সব আশা
যদি বাংলাদেশ হেরে যায়, তাহলে সব সমীকরণই শেষ। পয়েন্ট টেবিলে ২-এ থেমে যাবে টাইগারদের যাত্রা। অন্যদিকে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে আগেই নিশ্চিত হয়ে যাবে সুপার ফোরে। ফলে আর কোনোভাবেই বাংলাদেশ ফিরতে পারবে না লড়াইয়ে।
আজকের ম্যাচটাই তাই নির্ধারণ করবে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য—টাইগাররা কি টিকে থাকবে এশিয়া কাপের মঞ্চে, নাকি স্বপ্ন ভাঙবে এখানেই।