ঢাকা, Mon, November 10, 2025 | 26 November 1432
Logo
logo

আফগানিস্তান না এলো, নেপাল চলে আসল! ঢাকায় প্রীতি ম্যাচে বাংলাদেশের নতুন প্রতিপক্ষ"


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:১০ পিএম

আফগানিস্তান না এলো, নেপাল চলে আসল! ঢাকায় প্রীতি ম্যাচে বাংলাদেশের নতুন প্রতিপক্ষ"

ভারতীয় ফুটবল দল আসছে ঢাকায়, কিন্তু আফগানিস্তান আর আসছে না! এএফসি এশিয়ান কাপ বাছাই নিয়ে তৈরি হওয়া নাটকীয় পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে এখন আসছে নেপাল।

পুরো ঘটনাটি শুরু হয়েছিল এভাবে: ভারতীয় ফুটবল দল আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা রয়েছে। একই দিন, বসুন্ধরা কিংস অ্যারেনায় এই প্রতিযোগিতাতেই মিয়ানমারের বিপক্ষে নিজেদের হোম ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু শেষ মুহূর্তে মিয়ানমার বাংলাদেশে আসতে রাজি না হওয়ায় পুরো পরিকল্পনাই এলোমেলো হয়ে গেছে।

কেন আফগানিস্তান আসছে না?

মূলত ১৮ নভেম্বর ঢাকায় তাদের ম্যাচ থাকার কারণেই ১৩ নভেম্বর বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী ছিল আফগানিস্তান। কিন্তু এখন যেহেতু মিয়ানমারই আসছে না, তাই সেই প্রীতি ম্যাচটিও খেলবে না বলে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তারা।

বাফুফের কৌশলগত সিদ্ধান্ত

আফগানিস্তান না আসলেও বসে থাকেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারা দ্রুততার সঙ্গেই বিকল্প ব্যবস্থা করে ফেলেছে। এখন আগামী ১৩ নভেম্বর ঢাকায়ই বাংলাদেশ খেলবে একটি প্রীতি ম্যাচ, তবে সেটি হবে নেপালের বিপক্ষে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য এবং কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস পুরো বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষায়, "আমাদেরকে তাঁরা (আফগানিস্তান) জানিয়েছে যে বাংলাদেশে খেলতে আসবে না। কারণ হিসেবে বলেছে মিয়ানমার এখানে আসতে চাচ্ছে না। তবে প্রীতি ম্যাচ খেলতে নেপাল আসছে, এটা ফাইনাল।"

কী দাঁড়াল পরিস্থিতি?

এখন পরিস্থিতি দাঁড়িয়েছে এইরকম:

১৩ নভেম্বর: ঢাকায় বাংলাদেশ বনাম নেপাল প্রীতি ম্যাচ

১৮ নভেম্বর: ঢাকায় ভারত বনাম বাংলাদেশ (এএফসি এশিয়ান কাপ বাছাই)

আফগানিস্তান ও মিয়ানমারের ম্যাচটি এখন কোথায় হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে বাংলাদেশ দল তাদের প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখতে নেপালের বিরুদ্ধে প্রীতি ম্যাচটি গুরুত্বের সঙ্গেই নেবে।