১১ বছর পর কামব্যাক শর্মিলার, পর্দায় ‘গুলমোহর’ ফোটাবেন তিনি

‘অপুর সংসার’ এসে তাঁর ফিল্মি ‘সফর’ শুরু। সত্যজিতের আবিষ্কার তিনি। তিনিই সত্যজিতের ‘দেবী’। পরে তিনিই শাম্মি কাপুরের ‘কাশ্মীর কি কলি’ রূপে পায়ের মাটি শক্ত করলেন বলিপাড়ায়। ঠাকুরবাড়ির মেয়ে হয়েও ঝড় তুললেন বিকিনি পরে। ব্লাউজে কলম গুঁজে ‘নায়ক’ উত্তমকুমারের নজরও কাড়তে পারেন তিনি। আবার রাজেশ খান্না থেকে ধর্মেন্দ্রর বিপরীতে সুপার ডুপার হিট ছবি দিতে তিনিই পারেন। তিনি শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। 

দীর্ঘ ১১ বছর পরে আবার অভিনয় জগতে ফিরছেন শর্মিলা ঠাকুর। শেষ তাঁকে দেখা গেছিল ২০১০ সালে দীপিকা পাড়ুকোন ও ইমরান খান অভিনীত ‘ব্রেক কে বাদ’ ছবিতে। এর পর এক দশক অভিনয় জগত থেকে বিরতি নেন শর্মিলা। স্বামী মনসুর আলি খান পতৌদির প্রয়াণের পরে শর্মিলা ছবির জগৎ থেকে দূরেই ছিলেন। পতৌদি পরিবারে এরই মাঝে এসেছে অনেক নতুন মুখ। পুত্রবধূ করিনা কাপুর থেকে জামাতা কুণাল খেমু। সঙ্গে নাতি-নাতনিরাও। শর্মিলা-পৌত্র তৈমুর তো এখনকার অন্যতম জনপ্রিয় মুখ। এক দশক পার করে শর্মিলা আবার দাঁড়ালেন ক্যামেরার সামনে।

এ বছর রাহুল চিট্টেলার পরিচালনায় ‘গুলমোহর’ হিন্দি ছবি দিয়ে কামব্যাক করছেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। শর্মিলার সঙ্গে এ ছবিতে অভিনয় করেছেন অমল পালেকার ও মনোজ বাজপেয়ী। শর্মিলা ঠাকুর-অমল পালেকার জুটির বাংলা ছবি ‘মাদার’ একসময়ের আইকনিক হিট। সে ছবির গান আজও বাঙালিদের মুখেমুখে ফেরে। ‘গুলমোহর’-এ সেই নস্ট্যালজিয়া কিছুটা হলেও মনে পড়বে বাঙালিদের। 

অন্যদিকে ‘গুলমোহর’ ছবিতে শর্মিলার সঙ্গে অভিনয় করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মনোজ বাজপেয়ী। মনোজ বাজপেয়ী এই ছবি সাইন করেছেন একমাত্র তাঁর স্বপ্নের নায়িকা শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিনশেয়ার করে ধন্য হবেন বলেই। ’গুলমোহর’-এ মনোজ একজন নিপাট, সহজ সরল ফ্যামিলি ম্যানের ভূমিকায়। তবে এই ‘ফ্যামিলি ম্যান’ যে রাজ-ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ মনোজের চরিত্রের থেকে একেবারেই আলাদা, তা বলার অপেক্ষা রাখে না।

ছবির শ্যুটিং শেষ। পোস্ট প্রোডাকশন শেষের পথে। আজ, মঙ্গলবার মুক্তি পেল ‘গুলমোহর’ ছবির প্রথম পোস্টার। এখন কেবল মুক্তির অপেক্ষা। আগামী অগস্ট মাসেই ছবিটি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে।

বাত্রা পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি শর্মিলা (Sharmila Tagore)। ৩৪ বছরের পুরনো বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে গোটা বাত্রা পরিবার। হঠাৎই পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে নানা ভাবে সংযোগ স্থাপন করবেন নতুন করে। তারই মধ্যে  প্রকাশ্যে আসবে কিছু গোপন তথ্য। এ ভাবেই এগিয়েছে ‘গুলমোহর’-এর চিত্রনাট্য।

শর্মিলা ঠাকুর বলছেন, ‘অনেক দিন পর অভিনয়ে ফিরলাম। দীর্ঘ এগারো বছর পর। এই ছবিটির চিত্রনাট্য শোনামাত্রই অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলাম। একটি পরিবারের গল্প। এত সুন্দর করে গল্প বলা হয়েছে যে আমি আর দ্বিতীয় বার ভাবিনি। সকলে মিলে বসে এই ছবি দেখতে খুবই ভাল লাগবে দর্শকের। বহুদিন পরে কাজে ফিরে নতুন পরিবেশ, উন্নত সেট, উন্নত ক্যামেরা দেখছি। ভীষণ এনজয় করছি। ফ্যামিলি ড্রামা ভিত্তিক  গল্প ‘গুলমোহর’ সব শ্রেণির দর্শকের মন জয় করবে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news