মিস জোজো কি গোর্খাল্যান্ড চান? গায়িকার ফেসবুক পোস্টে তুলকালাম

 সামনেই জিটিএ ভোট। বিমল গুরুংরা তার বিরোধিতা করলেও পৃথক গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবি তাঁরা তিস্তার জলে ভাসিয়ে দিয়েছেন।

মঙ্গলবার আলিপুরদুয়ারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “রক্ত দেব। কিন্তু বাংলা ভাগ হতে দেব না।” বিচ্ছিন্নতাবাদীদের (Gorkhaland) উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে দিদি বলেছেন, “ক্ষমতা থাকলে বন্দুক ঠেকাও। আমি তোমাদের বন্দুক ভোঁতা করে দিতে জানি।”

পরিস্থিতি যখন এমন তখন বুধবার সকালে গোর্খাল্যান্ড (Gorkhaland) নিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন গায়িকা জোজো মুখোপাধ্যায় (Miss Jojo)। যাঁকে বাঙালি মিস জোজো বলেই চেনেন।

তাঁর ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে জোজো কিছু ছবি শেয়ার করেছেন। তিনি পরিবার পরিজন নিয়ে উত্তরবঙ্গের রিশপে গিয়েছেন। কিন্তু চেক ইন প্লেসের জায়গায় লেখা, ‘রিশপ, গোর্খাল্যান্ড, ইন্ডিয়া।।খবরদ্য ওয়ালেল /এনবিএস/ ২০২২/একে

news