নায়ক বা প্রতিনায়ক নয়, অভিনেতা হতে চান রিও

এই আকাংখা ব্যক্ত করে অভিনেতা রিও বলেন, আসলে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে কখনো কোনো শিল্পী হওয়া যায় না। এজন্য প্রয়োজন একনিষ্ঠতা, সততা ও নিবিষ্টচিত্ততা। পেশার প্রতি মনোযোগ না থাকলে সাফল্য আসা কঠিন। তার পুরো নাম ফারহান খান রিও। কিন্তু গ্ল্যামার জগতে তিনি শুধু রিও নামেই পরিচিত হতে চান। তার কন্ঠ বেশ দরাজ। তার এই কন্ঠও পারফর্মেন্সের ক্ষেত্রে অনেকটাই সহায়ক। বিশেষ করে চলচ্চিত্রের ক্ষেত্রেতো অবশ্যই। ক্ষীণকন্ঠের শিল্পীরা চলচ্চিত্রে সু-অভিনয় দিয়েও সোজা হয়ে দাঁড়াতে পারেননি। দরাজ কন্ঠের এই অভিনেতা চলচ্চিত্র যাত্রা শুরু করেন অনন্য মামুন নির্মিত ‘কসাই’ ছবি দিয়ে। এরপর একই পরিচালকের ‘অমানুষ’ ও ‘সাইকো’ ছবিতে অভিনয় করেন তিনি। শেষ ছবিটি অর্থাৎ সাইকো আগামী ঈদে মুক্তি পাবে। প্রকৃতপক্ষে এই ছবি দিয়েই তার চিত্রাভিনয় শুরু হয়েছিল। কিন্তু আগে মুক্তি পেয়ে যায় ‘কসাই’। 

সাইকো ছবিটি ২০২০ সালেই মুক্তি পাওয়ার কথা থাকলেও কোভিড মহামারির কারণে বড় বাজেটের এই ছবিটি আর মুক্তি পায়নি। ঈদে ‘দিন: দ্যা ডে’ এবং ‘পরাণ’ নামে আরো দুটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেগুলোর সঙ্গে প্রতিযোগিতা করেই ‘সাইকো’ ছবিকে বাণিজ্যিক ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। 

রিও জানান, সাইকোর মারপিট দৃশ্যে অংশগ্রহণের জন্য তাকে প্রচণ্ড কষ্ট করতে হয়েছে। কারণ প্রতিনায়ক চরিত্র একটি ছবির গল্পকে অনেকটাই গতিশীল ও আকর্ষণীয় করে তোলে। সাইকো ছবিতে রিও প্রধান প্রতিনায়ক চরিত্রে অভিনয় করেছেন। তবে তিনি উল্লেখ করেন, সৈকত নাসিরের ‘ট্রাপ’ ওয়েবসিরিজে কাজও করেছেন। সেই সিরিজে আদর আজাদও ছিল। 

তিনি বলেন, যে কোনো চরিত্রে অভিনয় করতেই তার আপত্তি নেই। এর মধ্যে তার কাছে ভালো লাগে এ্যান্টগনিস্ট বা প্রতিনায়ক হিসেবে কাজ করতে। অনন্য মামুন পরিচালিত রোমান্টিক থ্রিলার সিনেমাটি নিয়ে উচ্ছ¡সিত নবাগত এই শিল্পী। এরই মধ্যে ছবিটির পোস্টার ও গান প্রকাশ করা হয়েছে।

রিও বলেন, আসলে একটা লম্বা সময়ের সব পরিশ্রম এবং কষ্ট সফল হয়েছে যখন শট শেষে টিম এবং মামুন ভাই আমাকে বলেছেন যে, ‘শট ভালো দিয়েছো’। 

news