বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) পোলো খেলতে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। তার আকস্মিক মৃত্যুর খবরে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

আশ্চর্যজনকভাবে, মৃত্যুর মাত্র সাত ঘণ্টা আগেই সঞ্জয় আহমেদাবাদের একটি বিমান দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। অথচ কয়েক ঘণ্টা পরেই তিনিও পাড়ি জমান না-ফেরার দেশে।

২০০৩ সালে কারিশমা কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয়। তাদের দুই সন্তানের জন্ম হয়। তবে দাম্পত্য জীবনে নানা টানাপোড়েনের পর ২০১৬ সালে বিচ্ছেদ ঘটে তাদের। কারিশমা পরে অভিযোগ করেছিলেন, সঞ্জয় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সেই সময় এই খবর বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিচ্ছেদের পর ২০১৭ সালে সঞ্জয় নতুন করে সংসার পাতেন অভিনেত্রী প্রিয়া সচদেবের সঙ্গে। তাদেরও একটি পুত্রসন্তান রয়েছে।

সঞ্জয়ের মৃত্যুতে কাপুর পরিবারসহ বলিউডের অনেকেই শোক প্রকাশ করেছেন। অনেকে মনে করছেন, তার মৃত্যু আরও একবার বলিউডের অতীত সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের নানা আলোচিত অধ্যায়কে সামনে এনে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। হঠাৎ করে এমন একজন ব্যক্তিত্বের চলে যাওয়া তার পরিবার, বন্ধু ও ঘনিষ্ঠজনদের কাছে বড় এক শূন্যতা তৈরি করে গেছে।

news