ঢালিউডের চিরসবুজ নায়িকা অপু বিশ্বাস এখন একেবারে নতুন লুকে! ওজন কমিয়ে, ফিগার ঝকঝকে করে ভক্তদের মুগ্ধ করে দিচ্ছেন। কিন্তু এই নতুন অপু যখন ক্যামেরার সামনে দাঁড়ান, তখন ব্যক্তিজীবনের একটা কথাও মুখে আনতে চান না। আর এই নিয়মটা তাকে শিখিয়েছেন কে? শাকিব খান নিজেই!
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বললেন, “আমি আর এমন কিছু বলতে চাই না যেটা শুনে বারবার আমাকেই প্রশ্ন করতে হবে আর বিতর্কে জড়াতে হবে। পেশার জায়গায় শুধু পেশার কথাই বলব।”
তার নতুন লুকের রহস্য জানতে চাইলে হেসে বললেন, “মানুষ যখন ভালোবাসা পায়, তখন নিজে নিজেই সুন্দর হয়ে যায়। আমার ভক্তরা আর যারা আমাকে ভালোবাসে, তাদের ভালোবাসায় আমি সুন্দর হয়েছি।”
ডিসেম্বরেই শুরু হচ্ছে তার নতুন সিনেমা ‘সিক্রেট’-এর শুটিং। রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার এই ছবিতে তার নায়ক আদর আজাদ। বিরতির পর নতুন জোশ নিয়ে কামব্যাক করছেন অপু।
সাক্ষাৎকারে এক সাংবাদিক জয় আর শাকিব খানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই অপু হেসে পাল্টা প্রশ্ন করলেন, “বাবা-ছেলের
তারপরই খুলে বললেন আসল কথা – “যে মানুষটার নাম আপনি বললেন (শাকিব খান), উনি আমাকে বলেছেন, ‘তুই যখন ক্যামেরার সামনে যাবি, তখন শুধু অপু বিশ্বাস হয়ে যাবি। ব্যক্তিজীবনের কোনো কথা বলবি না, শুধু তোর প্রফেশনের কথা বলবি।’ আমি ঠিক সেই পরামর্শই মানছি।”
নতুন লুক, নতুন সিনেমা আর শাকিবের পরামর্শ মেনে এগিয়ে চলা অপু বিশ্বাসকে এখন বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছে লাখো ভক্ত!
