নোয়াখালীর ছেলেরা এবার বিপিএলে নিজস্ব দল পেয়েছে – নাম ‘নোয়াখালী এক্সপ্রেস’! দল পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটাই গুঞ্জন – ব্যাচেলর পয়েন্টের সুপারহিট কাবিলা ওরফে জিয়াউল হক পলাশকি দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন?
সোমবার (১ ডিসেম্বর) একটা টিভি চ্যানেলে পলাশ নিজেই খবরটা নিশ্চিত করলেন। বললেন, “হ্যাঁ, নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে কথাবার্তা চলছে। আলোচনা শেষ হলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব।”
দলটা দেশ ট্রাভেলসের মালিকানায় চলবে, আর কোচ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। নিলামে তারা তরুণদের ওপর ভর করে দল গড়েছে। দেখে নিন পুরো স্কোয়াড:
দেশি খেলোয়াড় (নিলাম থেকে):
মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), জাকের আলী অনিক (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), মোহাম্মদ আবু হাসিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন দিপু (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), মেহেদী হাসান রানা (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), রহমতুল্লাহ আলী (১১ লাখ)।
বিদেশি (নিলাম থেকে):
ইহসানুল্লাহ খান (আফগানিস্তান) – ২৬ হাজার ডলার
হায়দার আলী (পাকিস্তান) – ২০ হাজার ডলার
ডিরেক্ট সাইনিং (দেশি): সৌম্য সরকার, হাসান মাহমুদ
ডিরেক্ট সাইনিং (বিদেশি): জনসন চার্লস, কুশল মেন্ডিস
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএলের ১২তম আসর। ২৪ ডিসেম্বর মিরপুরে উদ্বোধনী অনুষ্ঠান, আর ফাইনাল ২৩ জানুয়ারি।
এখন সবার চোখ – কাবিলা ভাই সত্যি সত্যি নোয়াখালী এক্সপ্রেসের মুখ হয়ে মাঠে নামবেন কি না!
