জনপ্রিয় নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান গত কয়েক বছর ধরে একটু আড়ালে ছিলেন। কিন্তু হঠাৎ আড়াল ভেঙে বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দিলেন তিনি!

নিজের ফেসবুক পেজে বিয়ের কয়েকটা অসাধারণ ছবি পোস্ট করেন আরিয়ান। ছবিতে দেখা যায়, লাল টুকটুকে শাড়িতে বউ সেজেছেন তার স্ত্রী। আর আরিয়ান পাজামা-পাঞ্জাবির সঙ্গে কটি পরে দারুণ লাগছেন।

ক্যাপশনে আরিয়ান লেখেন, “যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।” এই রহস্যময় ক্যাপশন দেখে অনেকে দ্বিধায় পড়ে গিয়েছিলেন। পরে অবশ্য গণমাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেন তিনি।

তাহসিন তামান্না – এটাই আরিয়ানের স্ত্রীর নাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন তামান্না। আরিয়ান-তামান্নার বিয়ে হয়েছে।
এ বিষয়ে আরিয়ান বলেন, “তাহসিনের সঙ্গে আমার ৭ বছরের পরিচয়। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আর সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের রিসেপশন করব।”

‘বড় ছেলে’ টেলিফিল্ম দিয়ে রাতারাতি সুপারহিট হয়ে যাওয়া আরিয়ান ‘যুগল’, ‘উনিশ ২০’, ‘পুনর্মিলনে’র মতো একাধিক জনপ্রিয় নাটক বানিয়েছেন। তার প্রথম ছবি ‘নেটওয়ার্কের বাইরে’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
বিয়ের খবরে ফ্যানদের শুভেচ্ছায় ভরে গেছে কমেন্ট বক্স!

 

news