এত বড় ভুল কীভাবে করলেন অমিতাভ বচ্চন!

অমিতাভ বচ্চন যে সকল টুইটই করেন তাতে ইংরেজির ‘টি’র সঙ্গে একটি করে সংখ্যা । এখন পর্যন্ত ৪ হাজার পাঁচশো পনেরোটি টুইট করেছেন তিনি। কিন্তু তার পরই মুলত সমস্যায় পড়েন বিগ বি।

দুপুরবেলায় হঠাৎ সেই টুইটের জন্য ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন। নিজেই জানালেন, ভয়ঙ্কর ভুল হয়ে গিয়েছে। ৪,৫১৪ নম্বর টুইটের পর হঠাৎ করেই ৫,৪২৪ নম্বর টুইট করে ফেলেছেন । কী ভাবে হল এই ভুল! কিছুতেই বুঝতে পারছেন না। মাঝে হাজার সংখ্যা পেরিয়ে গিয়েছেন কোনও ভাবে।

তা জানার পর তোলপাড়। সেই মাঝের টুইটগুলি খুঁজছিলেন অনুরাগীরা। তাদেরও তো খেয়াল থাকে। শেষ পড়েছিলেন অমিতাভের নামাঙ্কিত ‘টি- ৪৫১৪’ টুইট। তার পর পাচ্ছেন ৫ হাজারের ঘরে। আগেরগুলি কোথায়, সে নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন অনেকেই। সেই সংশয় কাটল ‘বিগ বি’র রোববারের টুইটে। নিজেই তিনি খেয়াল করেছেন ব্যাপারটা। লিখলেন, ‘ভয়ঙ্কর ভুল! টি-৪৫১৪ এর পর থেকে সব ভুল। যেগুলো টি-৫৪২৪, ৫৪২৫, ৫৪২৬...এ ভাবে গিয়েছে, সেগুলো হবে টি-৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭...এই ভাবে। ক্ষমা চেয়ে নিচ্ছি। ’

এনবিএস/ওডে/সি

news