নিজের ছবি মুক্তি নিয়ে তথ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যা বললেন ফারুকী

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ছবি মুক্তি নিয়ে তথ্য মন্ত্রনালয়কে উদ্দেশ্যে করে ক্ষোভ প্রকাশ করেন তার একটি ফেসবুক স্ট্যাটাসে। তিনি দাবি করেন অনেক দফায় জানানো হয়েছে কিন্তু চার বছর যাবত সেন্সরে আটকে আছে।

তিনি লিখেন, প্রিয় বাংলাদেশ, প্রিয় তথ্য মন্ত্রনালয়। গুলশানের হোলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারীর ৩ তারিখ।

আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ঐ ঘটনার অনুপ্রেরনা নিয়ে ‘শনিবার বিকেল’ বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটকা। আমাদের ছবি আর্টিজানের ঘটনা পূনঃনির্মান করে নাই, এমন কি ঐ ক্যাফের ভিতরের কোনো চরিত্র পূনঃনির্মানও করে নাই! তার পরও এই সাজা পাওয়ার একমাত্র কারন কি এই দেশের নাগরিক হওয়া? ধন্যবাদ সব কিছুর জন্য। ইতিহাস নিষ্ঠুর। সে সব কিছু মনে রাখে।

এনবিএস/ওডে/সি

news