অবশেষে মুক্তি পেল ট্রেলার! বেলা শুরুর কাহিনি পর্দায় আসছে শিগ্গিরি

দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রোডাকশন হাউজের ছবি ‘বেলা শেষে’। এই মাসে মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত, ‘বেলা শুরু’। সবচেয়ে দুঃখজনক ঘটনা, এই ছবির দুই স্তম্ভ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত দু’জনেই আজ না ফেরার দেশে। বেলা শুরু ছবির ট্রেলার মুক্তির (Belashuru Trailer Launch) সকালে উইন্ডোজের অফিসে তাঁদের অনুপস্থিতি বারেবারে তা মনে করিয়ে দেয়।

জুঁইফুলের সৌরভে তখন মুখরিত উইন্ডোজ অফিস। তবে এই দুই নক্ষত্রের বসার আসন ছিল শূন্য। একটি চেয়ারে লেখা সৌমিত্র চট্টোপাধ্যায়, অন্যটায় স্বাতীলেখা সেনগুপ্ত। ফাঁকা আসনও যেন অনেক না বলা কথা বলে দেয়। আসলে মৃত্যুর পরেও পরিবারের মধ্যে মানুষ এভাবেই তো বেঁচে থাকেন। ছবির পরিচালকদ্বয় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন এদিন। সেই সঙ্গে দেখা গেল ছবির কলাকুশলীদের।

সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তর সেই নিষ্কলঙ্ক রসায়নে মুক্তি পেল বেলা শুরু ছবির ট্রেলার (Belashuru Trailer Launch), যা মন ছুঁয়ে গেল ভাললাগার স্পর্শে।

 পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বললেন,’ এই ছবি বেলা শেষে ছবির সিক্যুয়েল নয়। আমি আর নন্দিতাদি আরেকটি প্রেমের গল্পের মাধ্যমে বেলা শুরু নিয়ে আসছি। যেখানে ফুটে উঠবে এক নতুন পারিবারিক গল্প, ভালবাসা, মান-অভিমান, যা ছবির প্রতিটি স্তরে দর্শকরা উপলব্ধি করবেন। ছবির দুই মহীরুহ আজ পৃথিবীতে না থাকলেও তাঁদের কাজ সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে, তাঁরা অমর হয়ে থাকবেন। আর এই ছবির মধ্যেই তাঁদের আমরা স্মরণ করব। এই দুই প্রবাদপ্রতিমের অনুপস্থিতির মধ্যেই আমরা ওঁদের অনুভব করব।’


এদিন সৌমিত্র চট্টোপাধ্যায় আর স্বাতীলেখা সেনগুপ্তর লেখা সেই চেয়ারদুটি ঘিরেই ছবি তোলেন পরিচালক নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও সকল কলাকুশলী। সামনে জুঁই ফুলে ভরা পাত্র। যেন এই দুই কিংবদন্তী শিল্পীর শূন্যতা মিশে যায় জুঁই ফুলের সুবাসে। ট্রেলারে হঠাৎ স্বাতীলেখার হারিয়ে যাওয়া, তাঁকে সন্ধান করা– সব মিলিয়ে যেন বুঝিয়ে দেয়, ছবিতে প্রেমের মধ্যেও রয়েছে বিচ্ছেদের সুর। অনেক প্রশ্ন চিহ্ন তুলে দেয় এই ট্রেলারটুকুই।
পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বেলা শেষে আপামর বাঙালি দর্শকের মন ছুঁয়ে গেছিল। এদিন বেলা শুরুর ট্রেলার দেখে রীতিমতো আপ্লুত সৌমিত্র কন্যা পৌলোমী বসু । তিনি জানালেন, ‘এত ভাল লাগছে বাপিকে, যেন মনে হচ্ছে তিনি জীবন্ত। আমি আর অপেক্ষা করতে পারছি না। মনে হচ্ছে কতক্ষণে এই ছবিটা দেখতে পাব। ছবিতে স্বাতীলেখা কাকিমা রয়েছেন। নান্দীকার ফেস্টিভ্যালের সময় আমরা অ্যাকাডেমি চত্বরে বসে কত গল্প করতাম। সেই কথাগুলো এখনও কানে বাজছে, খুব মনে পড়ছে।’

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ২০ মে মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের বহু প্রতীক্ষিত ছবি বেলা শুরু (Belashuru Trailer Launch)।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news