ভারতের ‘ডিজিটাল স্ট্রাইক’, পাক সরকারের টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ

 পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট (Twitter Account) ভারতে নিষিদ্ধ করে দিল নরেন্দ্র মোদীর সরকার। পাক সরকারের টুইটার অ্যাকাউন্টে পাক সরকারের (Pakistan Government) তরফে জানানো হয়েছে, @GovtofPakistan’s অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে (banned) দেওয়া হয়েছে আইনি বাধ্যবাধকতার কারণে।

প্রসঙ্গত, গত বছর জুলাই এবং অক্টোবর মাসে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করেছিল নরেন্দ্র মোদীর সরকার। তবে সেবারের মতো এবারও কোনও ব্যাখ্যা ভারত সরকারের তরফে দেওয়া হয়নি।

এই ধরনের সিদ্ধান্ত সাধারণত কার্যকর করা হয় ২০২১-এর তথ্যপ্রযুক্তি আইনের বিশেষ ধারায়। টুইটার কর্তৃপক্ষ আগেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা অ্যাকাউন্ট অচল, নিষিদ্ধ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী পদক্ষেপ করবে।

গত বছর ভারতে নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তানের রাষ্ট্রপুঞ্জ, তুর্কি, ইরান, ইজিপ্ট দূতাবাসের টুইটার অ্যাকাউন্টও। এছাড়া ভারত বিরোধী প্রচারের দায়ে ব্লক করে দেওয়া হয় আটটি পাক ইউটিউব চ্যানেলও। মনে করা হচ্ছে, পাক সরকারের লাগাতার ভারত বিরোধী বক্তব্যের কারণেই এই ডিজিটাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news