পরনে বিয়ের পাজামা-পাঞ্জাবি, পায়ে মানানসই জুতো, মাথায় পাগড়ী। বছর পঁচিশের তরুণকে দেখেই বোঝা যাচ্ছিল বিয়ে করতে চলেছেন (Groom on Cycle)। কিন্তু সাইকেলে কেন? তাঁর পিছনে হাঁটছেন নানা বয়সি বরযাত্রীরা। বুধবার রাতে ভুবনেশ্বর শহরের এই তরুণের বিয়ে করতে যাওয়ার দৃশ্য মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

তরুণের নাম শুভ্রাংশু শ্যামল। তিনি বলছেন, তাঁর এবং কনের বাড়ির লোকেরা বিয়ের শোভাযাত্রার জাঁকজমক আয়োজন করেছিলেন। বরের জন্য ছিল দামি গাড়ি। বরযাত্রীদের জন্য ছিল বড় এসি বাস। সঙ্গে বাজনার দল। আরও অনেক কিছু।

সব মিলিয়ে একটা চোখ ধাঁধানো শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি সব পরিকল্পনা বাতিল করে দিয়ে বেছে নেন শুধু একটি সাইকেল (Groom on Cycle)। বাড়ি থেকে সাইকেলে চেপে যান মেয়ের বাড়ি। পিছনে হাঁটেন বরযাত্রীরা। কারণ জানার পর একজনও আপত্তি করেননি। সকলেই কষ্ট মেনে নিয়েছেন কারণ জানার পর।

আর সেই দৃশ্য বেশ কয়েক ঘণ্টার জন্য ভুবনেশ্বর বাসীর কাছে একটা দারুণ আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছিল গতকাল। মুহূর্তে ভাইরাল হয় সেই দৃশ্য।

সাইকেলে চেপে বিয়ে করতে যাওয়ার এই সিদ্ধান্ত আসলে একটা প্রতিবাদ। শ্যামল জানাচ্ছেন দিনদিন পেট্রল-ডিজেলের দাম যেভাবে বাড়ছে তাতে দেশের আর পাঁচজন নাগরিকের মতো তিনিও বিরক্ত। প্রায় প্রতিদিনই রাজভবনের সামনে বিক্ষোভ আন্দোলন চলছে। রাজনৈতিক দলগুলির কর্মসূচি থাকছেই রাজ্যের নানা প্রান্তে। কিন্তু জ্বালানির দাম কমছে না। মানুষের দুর্দশার কাহিনি ফুটে উঠছে সংবাদমাধ্যমে। এমন পরিস্থিতিতে তিনি মনে করেছেন রাজনীতির মঞ্চে না গিয়েও প্রতিবাদ একটা করা দরকার। এজন্যই নিজের বিয়ের দিনটিকে বেছে নিয়েছিলেন। আর প্রতিবাদ হিসাবে গাড়ির পরিবর্তে সাইকেলে চেপে বিয়ে (Groom on Cycle) করতে গিয়েছেন।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল অনেকে গোড়ায় মনে করেছিলেন এটা স্রেফ একটা নাটক। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে শুভ্রাংশু শ্যামলের সাইকেলে চেপে বিয়ে করতে যাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে এবং তাতে যে ধরনের মন্তব্য উঠে আসে তা থেকে বোঝা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে জ্বালানির দাম নিয়ে কী পরিমান ক্ষোভ জমা হয়েছে। কেউই তার এই সাইকেলে চেপে বিয়ে করতে (Groom on Cycle) যাওয়া নিয়ে কটাক্ষ করেনি বরং সাধুবাদ জানিয়েছে। সমর্থন জানিয়েছে। বলেছে এমন প্রতিবাদ আরও হওয়া উচিত। সকলের প্রতিবাদ করা উচিত। খবর দ্য ওয়ালের

news