১৯৮৮ সালে কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর (Sidhu) গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হন। সেই অপরাধে সুপ্রিম কোর্ট তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। শুক্রবার সিধু (Sidhu) আদালতে আর্জি জানালেন, আত্মসমর্পণ করার জন্য তাঁকে আরও কয়েক সপ্তাহ সময় দেওয়া হোক। কারণ তিনি ‘অসুস্থ’।

সুপ্রিম কোর্টে সিধুর (Sidhu) হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। বিচারপতি এ এম খানউইলকর তাঁকে বলেন, সিধুকে প্রধান বিচারপতি এন ভি রামানার কাছে আবেদন জানাতে হবে। তিনি ইচ্ছা করলে প্রাক্তন ক্রিকেটারকে কয়েক সপ্তাহ সময় দিতে পারেন।

বৃহস্পতিবার সিধু টুইট করে জানান, তিনি আইনের কাছে ‘নিজেকে সমর্পণ করবেন।’ শুক্রবার তিনি বলেন, পাঞ্জাবের পাতিয়ালায় এক আদালতে আত্মসমর্পণ করবেন। খবর দ্য ওয়ালের

news