মুখ্যমন্ত্রী আচার্য হবেন কৃষি, স্বাস্থ্য, প্রাণী সম্পদ বিশ্ববিদ্যালয়েও, মন্ত্রিসভায় সিদ্ধান্ত আজই

 শিক্ষার পর এবার কৃষি, স্বাস্থ্য ও প্রাণী সম্পদ (Exclusive)।

সম্প্রতি রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করার জন্য সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য শিক্ষা দফতর মন্ত্রিসভার বৈঠকে ওই প্রস্তাব এনেছিল।

এবার কৃষি, স্বাস্থ্য ও প্রাণী সম্পদ সংক্রান্ত সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়েও আচার্য পদ থেকে রাজ্যপালকে অপসারণের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যপালের পরিবর্তে ওই বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হবেন মুখ্যমন্ত্রী। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

 রাজ্য সরকারের অধীনে ওয়েস্ট বেঙ্গল হেল্থ সায়েন্সেস বিশ্ববিদ্যালয় রয়েছে। কৃষি দফতরের অধীনে রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয়। এ ছাড়া রয়েছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। এই তিন বিশ্ববিদ্যালয়েই আচার্য হবেন মুখ্যমন্ত্রী।

রাজ্য মন্ত্রিসভায় সোমবার এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হলে এ ব্যাপারে বিধানসভায় বিল পেশ করা হবে। তার পর তা রাজ্যপালের সইয়ের জন্য পাঠানো হবে। ১০ জুন থেকে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। এই বাদল অধিবেশনেই বিল পেশ করা হবে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে।

সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ‘ভিজিটর’ পদ থেকেও রাজ্যপালকে অপসারণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাজ্যপালের পরিবর্তে ভিজিটর হবেন শিক্ষামন্ত্রী। এ বিষয়েও বিধানসভায় বিল পেশ করতে পারে সরকার।।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে 

news